মোদীর জন্মদিনে সূচনা 'আয়ুষ্মান ভব'র, কীভাবে পাবেন সুবিধা?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে কেন্দ্রীয় সরকার উদ্বোধন করছে আয়ুষ্মান ভব নামক এক নতুন প্রকল্পের। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা এই প্রকল্প। এই প্রকল্পে দেশের ৩৫ কোটি মানুষ উপকৃত হবেন।
আয়ুষ্মান ভব যোজনার অধীনের গরিব মানুষদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া হবে। বিনামূল্যে মিলবে ওষুধও। এই প্রকল্পের অধীনে ৫ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে।
তিন ধাপে এই প্রকল্প বাস্তবায়িত করা হবে। প্রথম ধাপ হবে আয়ুষ্মান ৩.০, যা দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে। দ্বিতীয় ধাপে হবে আয়ুষ্মান মেলা ও তৃতীয় ধাপে আয়ুষ্মান সভা।
গ্রামাঞ্চল ও শহরতলির বাসিন্দারা এই পরিষেবা পাবেন। ১৭ সেপ্টেম্বর থেকে দেশের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আয়োজন করা হবে আয়ুষ্মান মেলার, যেখানে সাধারণ নাগরিককে স্বাস্থ্য পরিষেবাগুলি সম্পর্কে অবগত করা হবে।
আগামী ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীতে এই কর্মসূচি শেষ হবে। মহাত্মা গান্ধীর 'অন্তোর্দ্যয়'-র ভাবনা থেকেই দেশের প্রতিটি প্রান্তে, গ্রামের শেষ মানুষটির কাছেও স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই লক্ষ্য। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
আয়ুষ্মান কার্ডের আবেদন করার জন্য প্রথমে প্লে স্টোর থেকে আয়ুষ্মান অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপরে নিজের ভাষা বেছে নিয়ে, মোবাইল নম্বর দিতে লগ ইন করতে হবে।
এবার আপনার ফোনে ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে এবং ক্যাপচা বসালেই অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এর পরের ধাপে আপনার রাজ্য ও শহর বাছতে হবে। তাহলেই আপনার আয়ুষ্মান কার্ড তৈরি হয়ে যাবে।
আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এখনও অবধি দেশে ৪৫.৩০ কোটি মানুষ আয়ুষ্মান অ্যাকাউন্ট তৈরি করেছেন। আয়ুষ্মান ভব প্রকল্প ঘোষণার ২ দিনের মধ্যেই ১ লক্ষেরও বেশি মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।