11th JAN 2025

প্রায় ২ লক্ষ কোটি দিল কেন্দ্র, কে কত পেল?

Credit: PTI

TV9 Bangla

কর বাবদ প্রাপ্য টাকা রাজ্যগুলির কোষাগারে পাঠিয়ে দিল কেন্দ্র সরকার। মোট ১.৭৩ লক্ষ কোটি টাকা রাজ্যগুলিকে পাঠানো হয়েছ বলে খবর। ইতিমধ্যেই এ বিষয়ে একটি বিবৃতি জারি করেছে অর্থ মন্ত্রক।

অর্থ মন্ত্রক বলছে, উন্নয়নের কাজের গতি বজায় রাখতেই এই টাকা দেওয়া হল। রাজ্যগুলি যাতে সুষ্ঠভাবে জনকল্যাণমূলক কাজের গতি বজায় রাখতে পারে সে কারণেই বড় অঙ্কের টাকা রাজ্যগুলিকে পাঠিয়ে দেওয়া হল।

গোটা দেশেই সব রাজ্যে কর বাবদ ১,৭৩,০৩০ কোটি টাকা পাঠিয়েছে দিল্লি। এর মধ্যে পশ্চিমবঙ্গ পেয়েছে ১৩০১৭.০৬ কোটি টাকা।

ডিসেম্বর ২০২৪-এ কর এই খাতে ৮৯,০৮৬ কোটি টাকা দেওয়া হয়েছিল। কিন্তু এবারের অঙ্ক অনেকটাই বেশি। তাও স্পষ্ট করে জানিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

বর্তমানে, কেন্দ্রের তরফে সংগৃহীত করের ৪১ শতাংশ আর্থিক বছরে বিভিন্ন কিস্তিতে রাজ্যগুলিতে স্থানান্তরিত হয়।

২০২৫ সালের জানুয়ারি মাসে মোট ২৮টি রাজ্যে করের টাকা পাঠিয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে যে পরিমাণ টাকা পাঠিয়েছে তার মধ্যে সবথেকে কম অর্থ পেয়েছে সিকিম।

প্রসঙ্গত, বিগত কয়েক বছরে লাগাতার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ উঠেছিল বাংলার মতো অবিজেপি রাজ্যগুলি থেকে। আবাস-একশোদিনের কাজ নিয়ে সুর চড়িয়েছিলেন মমতা-অভিষেকরা।

প্রসঙ্গত, বিগত কয়েক বছরে লাগাতার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ উঠেছিল বাংলার মতো অবিজেপি রাজ্যগুলি থেকে। আবাস-একশোদিনের কাজ নিয়ে সুর চড়িয়েছিলেন মমতা-অভিষেকরা।

এখন কর বাবাদ কেন্দ্রীয় সরকার সিকিমে ৬৭১.৩৫ কোটি টাকা এবং গোয়ায় ৬৬৭.৯১ কোটি টাকা পাঠিয়েছে। সবথেকে বেশি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে গিয়েছে ৩১,০৩৯ কোটি টাকা।