04 JUL 2025

কলকাতাতে রয়েছে একাধিক সরকারি সংস্থার হেড অফিস, জানতেন?

Credit: Getty Images

TV9 Bangla

সরকারি সংস্থা মানেই তার হেড অফিস হবে মুম্বই বা দিল্লি এমনটা নয়। এমন অনেক সরকারি সংস্থা ছিল বা রয়েছে, যার হেড অফিস কলকাতায়। যেমন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে মার্জ হওয়ার আগে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেড অফিস ছিল কলকাতায়।

পৃথিবীর সবচেয়ে বড় সরকারি কয়লা উৎপাদক সংস্থা কোল ইন্ডিয়া। আর এই কোল ইন্ডিয়ায় হেডকোয়ার্টার হচ্ছে কলকাতায়। ভারতে উৎপাদিত কয়লার ৮২ শতাংশ উৎপাদন করে কোল ইন্ডিয়া।

কোল ইন্ডিয়ার ৫টি সাবসিডারি রয়েছে। ভারত কোকিং কোল লিমিটেড, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড, সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড, ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেড ও সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইন্সটিটিউট লিমিটেড।

আগে নাম ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক বা বর্তমানের ইউকো ব্যাঙ্কের হেডকোয়ার্টারও কলকাতায়। এটাই একমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক যার হেডকোয়ার্টার পূর্ব ভারতে অবস্থিত।

আজ থেকে প্রায় ৮২ বছর আগে ১৯৪৩ সালে কলকাতায় এই ব্যাঙ্ক প্রতিষ্ঠা করেন ঘনশ্যাম দাস বিড়লা। ১৯৬৯ সালে সরকার এই ব্যাঙ্ককে অধিগ্রহণ করেছিল।

ভারতে চা প্রস্তুত, প্রসেস ও বিক্রির ব্যবস্থা করে টি বোর্ড অফ ইন্ডিয়া। এই সংস্থারও হেডকোয়ার্টার কলকাতায় অবস্থিত।

বর্তমানে টি বোর্ডের একটি অফিস রয়েছে মস্কোতে। এই অফিসের কাজ হল ভারতীয় চায়ের রফতানি বাড়ানোর জন্য বিভিন্ন কাজ করে থাকে।

অর্থমন্ত্রকের অধীনে থাকা ন্যাশনাল ইন্সিওরেন্সের হেডকোয়ার্টারও কলকাতায় অবস্থিত। এই সংস্থা ভারত ছাড়া নেপালেও তাদের পরিষেবা দিয়ে থাকে।

১৯৭২ সালে জাতীয়করণ হওয়ার পর ন্যাশনাল ইন্সিওরেন্স জেনারেল ইন্সিওরেন্স কর্পোরেশনের সাবসিডারি হিসাবে কাজ করে।

ভারতের অন্যতম বড় যুদ্ধজাহাজ তৈরির সংস্থা হল গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স বা জিআরএসই। ১৯৬০ সালে এই সংস্থাকে অধিগ্রহণ করে সরকার।

শুধুমাত্র ভারতীয় নৌসেনা ও কোস্ট গার্ডের জন্য নয়, অন্যান্য দেশের প্রতিরক্ষা বাহিনীর জন্যও যুদ্ধজাহাজ তৈরি করে গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স।