11 JUL 2025

জানেন দেশের কতগুলো বিমানবন্দর রয়েছে আদানি গোষ্ঠীর অধীনে?

Credit: Getty Images

TV9 Bangla

ভারতে মোট ১৬০টি বিমানবন্দর রয়েছে। এর মধ্যে ৮টির সঙ্গে জড়িয়ে রয়েছে আদানি গোষ্ঠী। বিমানবন্দরের কাজকর্ম দেখাশোনা করার জন্য তারা আদানি এয়ারপোর্টস হোল্ডিংস লিমিটেড বা AAHL নামের একটি সংস্থাও তৈরি করেছে।

কিন্তু কোন কোন বিমানবন্দর রয়েছে আদানির অধীনে? আদানি দেশের ৬টি বিমানবন্দর পরিচালনা করে। এ ছাড়াও দেশের আরও ২টি বিমানবন্দরের মালিকানা রয়েছে আদানি গোষ্ঠীর কাছেই।

বিমান দুর্ঘটনার পর সংবাদ শিরোনামে উঠে এসেছিল আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর। ২০২০ সাল থেকে এই বিমানবন্দর পরিচালনা করে আদানি গোষ্ঠী।

লখনউয়ের চৌধরী চরন সিং আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে আদানি গোষ্ঠীর অধীনে। আদানি এন্টারপ্রাইজের সাবসিডারি সংস্থা আদানি লখনউ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের অধীনে এই বিমানবন্দর পরিচালিত হয়।

২০১৯ থেকে আগামী ৫০ বছরের জন্য ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে আদানি গোষ্ঠীর সাবসিডারি সংস্থা আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেডের অধীনে।

জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা করে আদানি গোষ্ঠীর অধীনস্থ সংস্থা জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড। ২০২১ সাল থেকে ৫০ বছরের জন্য এই বিমানবন্দর রয়েছে আদানিদের অধীনে।

গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলুই আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে আদানি গোষ্ঠীর অধীনে। আদানি গুয়াহাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড ২০২১ থেকে এই বিমানবন্দরের দেখাশোনা করছে।

২০২১ সাল থেকে তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্ব নিয়েছে আদানি গোষ্ঠী। আগামী ৫০ বছর এই বিমানবন্দর থাকবে আদানি গোষ্ঠীর অধীনে।

মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে আদানি গোষ্ঠীর মালিকানাতেই। এই বিমানবন্দরের ৭৪ শতাংশ মালিকানা রয়েছে আদানিদের হাতে। বাকি ২৬ শতাংশ রয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছে।

নভি মুম্বইয়ের বিমানবন্দরেও ৭৪ শতাংশ মালিকানা রয়েছে আদানি গোষ্ঠীর।