18 JUL 2025

শুধু সাদা আর হলুদ নয়, ভারতে গাড়ির কত ধরনের নম্বর প্লেট নয় জানেন?

Credit: Getty Images

TV9 Bangla

আমাদের দেশের গাড়ির নম্বর প্লেটকে বলা এইচএসআরপি বা হাই সিকিওরিটি রেজিস্ট্রেশন প্লেট। আমাদের দেশে মূলত ৯ ধরনের নম্বর প্লেট দেখতে পাওয়া যায়।

সবার আগে আসে সাদার উপর কালোতে লেখা নম্বর প্লেট। যে কোনও পার্সোনাল গাড়িতে এই সাদা নম্বর প্লেট ব্যবহৃত হয়।

এর পর হলুদ নম্বর প্লেট। এর উপর কালোতে লেখা থাকে। যে কোনও কমার্শিয়াল ভেহিকলে এই নম্বর প্লেট থাকে।

সবুজ নম্বর প্লেট মানে সেটা একটা ইলেকট্রিক গাড়ি। আর তার উপর সাদা রঙয়ে নম্বর লেখা থাকলে সেই ইলেকট্রিক গাড়ি মানুষের ব্যক্তিগত গাড়ি।

সবুজ নম্বর প্লেটে হলুদ দিয়ে নম্বর লেখা মানে সেই গাড়ি কমার্শিয়াল কাজে ব্যবহৃত হওয়া ইলেকট্রিক গাড়ি।

নীল নম্বর প্লেটে সাদা রঙয়ে লেখা থাকলে তা বিদেশি কনস্যুলেট বা ডিপ্লম্যাটের গাড়ি।

লাল নম্বর প্লেটের অর্থ সেই গাড়ির রেজিস্ট্রেশন এখনও টেম্পোরারি। পার্মানেন্ট রেজিস্ট্রেশন সেই গাড়ি এখনও পায়নি।

কালো নম্বর প্লেটের উপর হলুদে নম্বর লেখা থাকলে সেটাও কমার্শিয়াল গাড়ি। কিন্তু এই গাড়ি মানুষ ভাড়া নিয়ে নিজে ড্রাইভ করে।

কালো নম্বর প্লেটে সাদায় নম্বর লেখা। সামনে একটা ঊর্ধ্বমূখী তিরের চিহ্ন থাকে। এই গাড়িগুলো প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে রেজিস্ট্রেশন হয়ে থাকে। সেনা এই গাড়ি ব্যবহার করে।

লাল নম্বর প্লেটে শুধুমাত্র একটা অশোক স্তম্ভ থাকার অর্থ সেই গাড়ি দেশের রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতি, রাজ্যপাল ও কেন্দ্রশাসিত অঞ্চলের লেফট্যানেন্ট গভর্নরের গাড়িতে এই নম্বর প্লেট থাকে।