12th March, 2025
নীতা অম্বানীর বাড়ির রাঁধুনির বেতন কত জানেন?
TV9 Bangla
Credit - PTI
দেশের সবথেকে ধনী ব্যক্তি মুকেশ অম্বানী। তাঁর স্ত্রী নীতা অম্বানী। সম্পত্তিতে তিনিও কম নন।
মুম্বইয়ের অ্যান্টিলিয়ায় থাকে অম্বানী পরিবার। ২৭ তলা ওই বিরাট বাড়িতে হাজার হাজার কর্মী কাজ করেন। তাদের বেতনও বিপুল।
নীতা অম্বানীর বাড়িতে যে রাঁধুনী রান্না করেন, তাদের বেতন কত জানেন?
রিপোর্ট অনুযায়ী, নীতা অম্বানীর বাড়িতে রাঁধুনীর প্রতি মাসে বেতন ২ লক্ষ টাকা।
পাশাপাশি কর্মীরা নিজের ও পরিবারের জন্য স্বাস্থ্যবিমার সুবিধা পান।
কর্মীদের সন্তানদের শিক্ষার জন্যও আলাদাভাবে অর্থ ও বিভিন্ন সাহায্য করে অম্বানী পরিবার।
মুকেশ অম্বানী নিরামিষাশী। পরিবারের বাকি সদস্যরাও আমিষ স্পর্শ করেন না। তাই প্রতিদিন নিরামিষ বিভিন্ন পদই রান্না হয়।
তবে অম্বানী পরিবারের রাঁধুনী হওয়া সোজা নয়। অ্যান্টিলিয়ায় চাকরি পাওয়ার জন্য বিশেষ সার্টিফিকেট লাগে।
অম্বানীর বাড়িতে বাকি কর্মীরাও মাসিক দেড় থেকে দুই লক্ষ টাকা বেতন পান।
আরও পড়ুন