31 MAR 2025

সুনীতারা যে ড্রাগন ক্যাপসুলে ফিরলেন, তার ভাড়া কত জানেন?

credit:PTI

TV9 Bangla

৯ মাস পরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বিশ্বে ফিরে এসেছেন নাসার নভোশ্চর সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরে। সেই অসাধ্য সাদন করেছে ইলন মাস্কের সংস্থা।

মাস্কের সংস্থা স্পেসএক্স নির্মিত মহাকাশযান ড্রাগন ক্যাপসুলে করেই পৃথিবীতে ফিরে এসেছেন সুনীতারা। ভারতীয় সময় ভোর ৩:২৭ মিনিটে ফ্লোরিডার উপকূলে আটলান্টিক ,মহাসাগর আছড়ে পড়ে ড্রাগন ক্যাপসুল।

সুনীতাদের সঙ্গেই ছিলেন আরও দুই মহাকাশচারী। নাসার নভশ্চর নিক হগ এবং রাশিয়ান নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ। পৃথিবীতে পৌঁছাতে মহাকাশচারীদের মোট সময় লেগেছিল ১৭ ঘন্টা।

ক্যাপসুল থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে সুনীতা উইলিয়ামসের মুখ আনন্দে ভরে ওঠে। সমুদ্রে ক্যাপসুল এসে পড়ার সঙ্গে সঙ্গেই নৌকো করে তাঁদের নিয়ে আসতে যান নাসার কর্মীরা।

কিন্তু আপনি কি জানেন ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের যে ড্রাগন ক্যাপসুলের চড়ে পৃথিবীতে ফিরে এল ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী তাঁর ভাড়া কত?  

সুনীতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর মাত্র ৮ দিনের একটি মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন, কিন্তু বোয়িং স্টারলাইনারের ত্রুটির কারণে তাঁদের ৯ মাস মহাকাশে থাকতে হয়েছিল।

পরে স্পেস ড্রাগন ক্যাপসুলে ফেরেন তাঁরা। যার ভাড়া শুনলে ভিড়মি খাবেন। স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে ৭ জন নভোচারীর বসার ব্যবস্থা রয়েছে। এক একটি আসনের দাম ৫৫ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৪৭৬ কোটি টাকা)।

তবে ফিরে এলেও বাড়িতে যেতে পারেননি তাঁরা। সোজা নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁদের সব পরীক্ষা নীরিক্ষা হয়ে, সব কিছু স্বাভাবিক থাকলে তবেই যেতে পারবেন বাড়ি।