09 JUN 2025

আজ যা ১০ হাজার টাকা, ১০ বছর পর কত টাকায় গিয়ে দাঁড়াবে বলুন তো?

credit: Getty Images

TV9 Bangla

টাকার দাম প্রতি বছর কমতে থাকে। এর একমাত্র কারণ হল মুদ্রাস্ফীতি। না টাকার দাম ওইভাবে কমে না। ৫ বছর আগে ১০০ টাকায় যা পাওয়া যেত, এখন আর ততটা জিনিস পাওয়া যায় না।

মুদ্রাস্ফীতি এমন একটা বিষয় যা সময়ের সঙ্গে বাড়তেই থাকে। কিন্তু সাধারণ মানুষ এই বিষয়ে তেমন করে ভাবেন না। ভারতে মুদ্রাস্ফীতি হয় গড়ে ৬ শতাংশ হারে। অর্থাৎ, জিনিসপত্রের দাম প্রতি বছর ৬ শতাংশ করে বৃদ্ধি পায়।

সাধারণ মানুষ মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করার জন্য তেমন কোনও পন্থা অবলম্বন করেন না। মানুষ সাধারণত ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট করে। বা সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখে।

এর মধ্যে কোনও কিছুই মুদ্রাস্ফীতিকে হারাতে পারে না। ফলে মানুষের কষ্টার্জিত টাকা সময়ের সঙ্গে সঙ্গে কমে যেতে থাকে।

বিশেষজ্ঞরা পরামর্শ দেন মুদ্রাস্ফীতিকে হারানোর জন্য এসআইপি বা এমন কোনও জায়োগায় টাকা লাগাতে যাতে ৮ থেকে ৯ শতাংশের বেশি রিটার্ন পাওয়া যায়।

আজ ১০ হাজার টাকায় যা যা কেনা যায়, আজ থেকে ১০ বছর পর সেই জিনিস কিনতে লাগতে পারে প্রায় ১৮ হাজার টাকা।

অন্য দিকে, ১০ বছর পর ১০ হাজার টাকার মূল্য হবে আজকের ৫ হাজার ৫০০ টাকার প্রায় সমান। অর্থাৎ, সময়ের সঙ্গে সঙ্গে হু হু করে কমে যায় টাকার মূল্য।

আর এই কারণেই মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করার জন্য শুরু থেকেই প্রস্তুত হতে হয়। শুরু সঞ্চয় করলেই হয় না, বিনিয়োগও করতে হয়।