28 JAN 2025

ভারতের কোন শহরকে 'কন্ডোমের রাজধানী' বলা হয় জানেন?

credit:GettyImages

TV9 Bangla

বছরের শুরু থেকেই ই-কমার্স সংস্থাগুলিতে ব্যাপক বিক্রি হয়েছে কন্ডোমের। পরিসংখ্যান বলছে বিশেষ করে রাতের দিকে হু হু করে বেড়েছে চাহিদাও।

আপনি কি জানেন, ভারতে এমন এক শহর আছে যাকে 'কন্ডোমের রাজধানী' বলা হয়। কিন্তু কেন এই নাম? কোন শহরকে বলা হয় কন্ডোমের রাজধানী?

মারাঠা ভূমি মহারাষ্ট্রে আছে সেই শহর। মহারাষ্ট্রের ওরঙ্গাবাদকে বলা হয় ভারতে কন্ডোমের রাজধানী। কেন এমন নাম, রইল সেই রহস্যের উত্তর।

আসলে গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি কন্ডোম উৎপাদনকারী সংস্থা রয়েছে এই ওরাঙ্গাবাদেই। দেশের সবচেয়ে বেশি কন্ডোম উৎপাদিত হওয়ায় এই স্থানকে কন্ডোমের রাজধানী বলা হয়।

দেশের মধ্যে কন্ডোম সরবরাহের ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করে এই শহর। পরিসংখ্যান বলছে প্রতি মাসে ওরঙ্গাবাদ থেকে কোটি কোটি কন্ডোম সরবরাহ হয়।

দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ১০ কোটি কন্ডোম প্রত্যেক মাসে সরবরাহ হয় ওরঙ্গাবাদ থেকে। বিদেশের বহু জায়গায় রপ্তানি হয় সেই কন্ডোম।

ভারতের বাজারে তো বটেই, ওরঙ্গাবাদে প্রস্তুত কন্ডোম ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, ইউরোপেও রপ্তানি হয় এই কন্ডোম। চাহিদা রয়েছে এশিয়ার একাধিক দেশেও।

ভারতের ১০ টি কন্ডোম উৎপাদনকারী সংস্থার মধ্যে ৬টি ওরঙ্গাবাদে অবস্থিত। ৩৬টি দেশে কন্ডোম সরবরাহ করে। তাই এই শহরকে 'কন্ডোমের রাজধানী' বলা হয়।