কয়েক মাস আগে একটি রিপোর্ট প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের দেওয়া তথ্য অনুসারে, যত দিন যাচ্ছে ভারতে কন্ডোম ব্যবহারের প্রবণতা কমছে।
তার মানে এই নয় যে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া কমে গিয়েছে। প্রতিবেদন অনুসারে শারীরিক সম্পর্কের সময় কন্ডোম ব্যবহারে অনীহাঁ দেখা যাচ্ছে।
সেই প্রতিবেদন অনুসারে দেশের মধ্যে কোন রাজ্যে সবেচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করা হয় তাও প্রকাশ করা হয়। জাতীয় পরিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমীক্ষায় উঠে এসেছে সেই তথ্য।
২০২১-২২ সালের সেই সমীক্ষা অনুসারে দাদরা নগর হাভেলিতে ব্যবহার করা হয় সবেচেয়ে বেশি কন্ডোম। তথ্য বলছে দম্পতিরা যৌনতার সময় কন্ডোম ব্যবহারে স্বাছন্দ্য।
পরিসংখ্যান অনুসারে এখানে প্রতি ১০ হাজার দম্পতির মধ্যে ৯৯৩ যুগল যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার সময় কন্ডোম ব্যবহার করেন।
এই তালিকা অনুসারে সবচেয়ে নীচের দিকে রয়েছে কর্ণাটক। এখানে দম্পতিদের মধ্যে যৌন সম্পর্কে সময় কন্ডোম ব্যবহারের হার সবচেয়ে কম।
পরিসংখ্যান বলছে প্রত্যেক ১০ হাজার দম্পতির মধ্যে যৌন সম্পর্ক করার সময় মাত্র ৩০৭ যুগল কন্ডোম ব্যবহার করেন।
ওই প্রতিবেদন অনুসারে দেশে প্রতি বছর গড়ে ৩৩.০৭ কোটি কন্ডোম বিক্রি হয়। ভারতে এখনও প্রায় ৬ শতাংশ মানুষ আছেন যাঁদের কন্ডোম সম্পর্কে কোনও ধারণাই নেই।