খুব শীঘ্র EPFO ৩.০ চালু করতে চলেছে সংস্থা। EPFO ৩.০তে থাকবে শক্তিশালী আইটি প্ল্যাটফর্ম। যা ব্যাঙ্কের মতো পরিষেবা দেবে গ্রাহকদের।
চলতি বছরের মে মাসের মধ্যেই চালু হওয়ার কথা EPFO ৩.০-এর। একবার এই প্ল্যাটফর্ম চালু হলে উপকৃত হবেন ৯ কোটিরও বেশি গ্রাহক। কী কী নতুন পরিবর্তন আসতে চলেছে?
পিএফ উত্তোলনের প্রক্রিয়া অনেক সহজ এবং দ্রুত হবে বলেই আশা।স্বয়ংক্রিয়ভাবে সব কাজ করা যাবে। কোনও ম্যানুয়াল কাজ করার প্রয়োজন হবে না।
এটিএমের মতো টাকা তুলতে পারবেন। ব্যাঙ্কের ক্ষেত্রে যেমন এটিএম থেকে টাকা তোলা যায়, তেমনই এই ক্ষেত্রেও সেই সুবিধা পাবেন।
আপনি বাড়িতে বসেই অনলাইনে আপনার অ্যাকাউন্টের তথ্য সংশোধন করতে পারবেন। ফলে ফর্ম পূরণের ঝামেলা দূর হবে।
ইপিএফও অটল পেনশন যোজনা এবং প্রধানমন্ত্রী জীবন বীমা যোজনার মতো অন্যান্য সামাজিক নিরাপত্তা প্রকল্পগুলিকে ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করছে। অসংগঠিত ক্ষেত্রের কর্মীরাও আরও ভাল সুরক্ষা সুবিধা পেতে পারেন।
শুরু হবে ওটিপি ভিত্তিক যাচাইকরণ। দীর্ঘ ফর্মের পরিবর্তে, আপনি এখন OTP এর মাধ্যমে দ্রুত এবং নিরাপদে পরিবর্তন করতে পারবেন।
প্রসঙ্গত, শীঘ্রই ESIC সুবিধাভোগীরা আয়ুষ্মান ভারত যোজনার আওতায় সরকারি, বেসরকারি এবং দাতব্য হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন।