30 January 2024
সস্তা হবে খাদ্যদ্রব্য, বাজেট ঘিরে বাড়ছে আশা
credit: Pinterest
TV9 Bangla
এ বারের বাজেট একটু অন্যরকম। লোকসভা ভোটের আগে এবার পেশ হবে অন্তর্বর্তী বাজেট।
ভোটের আগে এবারের বাজেট ঘিরে প্রত্যাশা রয়েছে অনেক, কমতে পারে খাদ্য়পণ্যের দাম।
এবারের বাজেটে সরকার মুদ্রাস্ফীতি কমানোর উদ্যোগ নিতে পারে কেন্দ্রীয় সরকার। তাতে লাভবান হবে জন সাধারণ।
কৃষিক্ষেত্রকে বরাবরই গুরুত্ব দেওয়া হয় সাধারণ বাজেটে। এবারও তার ব্যতিক্রম হবে না।
ওয়াকিবহাল মহলের মতে, এবারও কৃষকদের জন্য ভর্তুকি বাড়াতে পারে মোদী সরকার।
সার ও খাদ্য ভর্তুকিতে ৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ হতে পারে। যাতে উপকৃত হবেন বহু মানুষ।
২.২ লক্ষ কোটি টাকা ব্যয় করা হতে পারে খাদ্য ভর্তুকিতে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
দেশের আর্থিক লাভের উপরেই জোর দেবে সরকার। যাতে আর্থিক ঘাটতি কমে, সেদিকে নজর দেওয়া হবে।
শুধুমাত্র খাদ্যদ্রব্য নাকি আরও কোনও পণ্যের দাম কমতে পারে, সেদিকে নজর রয়েছে সাধারণের।
আরও পড়ুন