২০১৬ সালে তৃণমূলের টিকিটে জিতে রাজারহাট-নিউটাউনের বিধায়ক হয়েছিলেন।
6 October 2023
বিধাননগর পুরিনগমের মেয়রের দায়িত্বও সামলেছেন। ২০১৯ সালে ভিড়েছিলেন পদ্ম শিবিরে। ফের ক্যামব্যাক করেছেন তৃণমূলে।
বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তের সম্পত্তির পরিমাণ কত জানেন?
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে জানা যাচ্ছে, ২০১৯-২০ অর্থবর্ষে সব্যসাচীর বার্ষিক আয় ছিল ৪৮ লক্ষ ৪২ হাজার ৬৪০ টাকা।
যদিও স্বামীকে টেক্কা দিচ্ছেন স্ত্রী। ২০১৯-২০ অর্থবর্ষে সব্যসাচীর স্ত্রী ইন্দ্রাণী দত্তের বার্ষিক আয় ছিল ৬২ লক্ষ ১ হাজার ২২০ টাকা।
বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সব্যসাচীর। তার মধ্যে দু’টিতে রয়েছে যথাক্রমে ৭ লক্ষ ৫২ হাজার ২৭২ টাকা ও ১০ লক্ষ ৮৯ হাজার ৩৩২ টাকা।
ফিক্সড ডিপোজিট রয়েছে ৮ লক্ষ ৩৭ হাজার ৮৮২ টাকা, ২৬ লক্ষ ৮৬ হাজার ৭৯৭ টাকা ও ৫ হাজার ৩৭৯ টাকা।
শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ড মিলিয়ে সব্যসাচীর মোট বিনিয়োগ ২ কোটি ২১ লক্ষ ৪২ হাজার ৪৭২ টাকা। অন্যদিকে একই খাতে স্ত্রী রেখেছেন ১৭ লক্ষ ১১ হাজার ১৬৮ টাকা।
২০২১ সালের হলফনামা বলছে, সব্যসাচীর হাতে রয়েছে একটি ৮ লক্ষ ৮৫ হাজার ৩০০ টাকার ফর্চুনার গাড়ি। ২০১৬ সালে ২৭ লক্ষ ৪ হাজার ৬৯ টাকা দিয়ে একটি অডি গাড়ি কেনেন।
হাতে রয়েছে ১০ লক্ষ ৯০ হাজার টাকার সোনার গয়না। স্ত্রীর হাতে রয়েছে প্রায় ৫৪ লক্ষ টাকার সোনার গয়না।
বাণিজ্য ও আইনে স্নাতক সব্যসাচীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪ কোটি ৫৯ লক্ষ ৬০ হাজার ৪৯৯ টাকা। স্ত্রীর হাতে থাকা অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ১৫ লক্ষ ৯৩ হাজার ১০৪ টাকা।