Gold 2 (1)

2nd February , 2025

১৮ টাকায় সোনা! মিথ্যে নয়,সত্যিই...কীভাবে সম্ভব?

Credit - Meta AI, Getty Image

TV9 Bangla

image
পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট। এই বাজেটের পর সোনার দাম বাড়ে না কমে, তার দিকেই সবার নজর।

পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট। এই বাজেটের পর সোনার দাম বাড়ে না কমে, তার দিকেই সবার নজর।

বর্তমানে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দর ৮০ হাজারের কাছাকাছি। এদিকে, মা-ঠাকুমারা বলেন তাদের সময়ে সোনার দাম ছিল ৪-৫ হাজার টাকা।

বর্তমানে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দর ৮০ হাজারের কাছাকাছি। এদিকে, মা-ঠাকুমারা বলেন তাদের সময়ে সোনার দাম ছিল ৪-৫ হাজার টাকা।

তবে এক সময়ে সোনার দাম ছিল মাত্র ১৮ টাকা। বিশ্বাস হচ্ছে না? ১৯২৫ সালে সোনার দাম ছিল মাত্র ১৮ টাকা। ১০০ বছর পর সেই সোনার দরই ৮০ হাজার টাকার কাছে পৌঁছেছে।

তবে এক সময়ে সোনার দাম ছিল মাত্র ১৮ টাকা। বিশ্বাস হচ্ছে না? ১৯২৫ সালে সোনার দাম ছিল মাত্র ১৮ টাকা। ১০০ বছর পর সেই সোনার দরই ৮০ হাজার টাকার কাছে পৌঁছেছে।

১৯৩৫ সালে দেশে সোনার দর ছিল ৩০ টাকা। অর্থাৎ ১০ বছরে সোনার দাম বেড়েছিল ১২ টাকা।

১৯৪৫ সালে সেই দর পৌঁছয় ৬২ টাকায়। ১৯৫৫ সালে সোনার দাম হয় ৭৯ টাকা।  

১৯৬৫ সালে সোনার দর ৭১ টাকায় পৌছয়। এর পরের ১০ বছরেই বিরাট লাফ দেয় সোনার দাম। ৫৪০ টাকায় দর পৌঁছয়।

১৯৮৫ সালে সোনার দাম হয় ২ হাজার ১৩০ টাকা। ১৯৯৫ সালে তা প্রায় দ্বিগুণ হয়ে ৪ হাজার ৬৮০ টাকায়।

২০০৫ সালে সোনার দর হয় ৭ হাজার টাকা। ২০১০ সালের মধ্যেই তা ১৮ হাজার টাকা হয়ে যায়।

২০২০ সালে সোনার দর ৪৮ হাজার টাকা এবং ২০২২ সালে ৫০ হাজারের গণ্ডি পার করে।

২০২৪ সালে ২৪ ক্যারেটের সোনার দাম রেকর্ড করে। ৭১ হাজার টাকায় পৌঁছয়। এখন তা ৮০ হাজারের গণ্ডি পার করছে প্রায়।