মুম্বই কিংবা কলকাতাই নয়, জনবিস্ফোরণের কারণে, দেশের প্রতিটি শহর থেকে শহরতলি, মাথার উপরের ছাদ নিয়ে মানুষের মনে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
একটি সমীক্ষা অনুযায়ী, মুম্বইয়ে একটি ফ্ল্যাট কিংবা বাড়ি কিনতে ১০৯ বছর ধরে টাকা জমাতে হবে কোনও পরিবারকে। আয়ের নিরিখে যারা সেই বাণিজ্যিক শহরে শীর্ষ ৫ শতাংশের মধ্য়ে পড়ে, বেগ পেতে হবে তাদেরও।
এই সমীক্ষা তৈরি হয়েছে সেই শীর্ষ ৫ শতাংশ পরিবারের সঞ্চয়কে আধার করে। যাকে বলা হয় MPCE। কোনও একজন ব্যক্তি ভোগ্যপণ্যের জন্য কত টাকা খরচ করে, তারই হিসাব দেয় এই রিপোর্ট।
সেই হিসাবের উপর ভিত্তি করেই তৈরি হয় ওই ব্যক্তির পরিবারে মাথাপিছু সঞ্চয় কত। প্রকাশিত সমীক্ষা অনুযায়ী, মুম্বইয়ের ওই শীর্ষ ৫ শতাংশ পরিবার মাথাপিছু সঞ্চয় করে ২২ হাজার ৩৫২ টাকা।
অর্থাৎ একটি পরিবারে চারজন থাকলে মাসিক সঞ্চয় ৮৯ হাজার ৪০৮ টাকা। বার্ষিক ১০.৭ লক্ষ টাকা।
অন্যদিকে মুম্বইয়ের বুকে ১ হাজার ১৮৪ বর্গফুটের বাড়ি বা ফ্ল্যাটের দাম পৌঁছে গিয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। বছরে কেউ যদি ৩ লক্ষের অধিকও টাকা জমায়। তাতেও একটি বাড়ি বা ফ্ল্যাট কিনতে সময় লাগবে ১০৯ বছর।
দিল্লির গুরুগ্রামের সঞ্চয় তথ্য ও ফ্ল্যাট-বাড়ির দর অনুযায়ী, সময় লাগবে ৬৪ বছর। ভুবনেশ্বরে সময় লাগবে ৫৩ বছর। দিল্লির অন্য শহরে সময় লাগবে ৩৫ বছর ও জয়পুরে লাগবে ১৫ বছর।
তবে কলকাতায় কতদিন লাগবে? এখানে চার জনের পরিবারের বার্ষিক গড় আয় ৮.২ লক্ষ টাকা। যাদের সঞ্চয় বছরে আড়াই লক্ষ টাকা। এই শহরে একটি ১১৮৪ বর্গফুটের ফ্ল্যাট বা বাড়ির দাম ৯৬ লক্ষ টাকা। কিনতে সময় লাগবে ৪০ বছর।