10th June, 2025

লাখে নয়, কোটিতে… বিরুষ্কার বডিগার্ডের বেতন শুনলে চোখ উঠবে কপালে!

TV9 Bangla

Credit -  X, Virat Kohli X

ভারতীয় ক্রিকেটের কিং বিরাট কোহলি। আর তাঁর অর্ধাঙ্গিনী অনুষ্কা শর্মা, তিনি বলিউডের ডিভা। বিরুষ্কার ফ্যানের সংখ্যা প্রচুর।

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে নিয়ে অনেকের বিরাট আগ্রহ। তাঁরা কোথায় থাকেন, কী খান, সব কিছু জানতে চান তাঁদের অনুরাগীরা।

অনেকে খোঁজ নেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বডিগার্ডকে নিয়েও। জানেন তাঁর নাম কী? আর তাঁর বেতনই বা কত?

বিশ্বজুড়ে বিরুষ্কার জনপ্রিয়তা ছড়িয়ে রয়েছে। যার ফলে তাঁদের নিরাপত্তা দেওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার ফলে তাঁদের ব্যক্তিগত দেহরক্ষী রয়েছে।

বিরাট ও অনুষ্কার ব্যক্তিগত বডিগার্ডের যা বেতন, তা শুনলে অনেকের চোখ কপালে উঠতে পারে। কারণ লাখে নয়, কোটি টাকাতে বেতন তাঁর।

বিরাট এবং অনুষ্কার বডিগার্ড সোনু ওরফে প্রকাশ সিং। এক, দুই বা পাঁচ নয় দশ বছরেরও বেশি সময় ধরে সোনু বিরুষ্কার বডিগার্ড।

বিভিন্ন সু-প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী বিরাট ও অনুষ্কার বডিগার্ডের বাৎসরিক বেতন ১.২ কোটি টাকা।

ভারতের বহু কোম্পানির CEO-র বেতন সোনুর থেকে কম। সোনুকে বিরাট-অনুষ্কা নিজের পরিবারের সদস্য মনে করেন। তাঁর সঙ্গে দু'জনের সম্পর্ক খুব ভালো।