বাড়ি কিনছেন? ৫০ লাখের হোম লোনে ঠিক কত টাকা EMI দিতে হবে আপনাকে?
credit:Getty Images
TV9 Bangla
বাড়ি কেনার জন্য লোন নেবেন ভাবছেন? ৫০ লক্ষের ঋণে কত টাকা ইএমআই দিতে হবে দেখুন...
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বার্ষিক ৮ শতাংশ থেকে ৮.৯৫ শতাংশ হারে লোন পাওয়া যায়।
কোনও ব্যক্তি স্টেট ব্যাঙ্ক থেকে বার্ষিক ৮ শতাংশ সুদের হারে ৩০ বছরের জন্য ৫০ লক্ষ টাকা লোন নেয় তাহলে প্রতি বছর তাকে ইএমআই হিসাবে ৩৬ হাজার ৬৮৮ টাকা দিতে হবে।
ইএমআই ক্যালকুলেটরে এই তথ্য দিলে দেখা যাবে সুদ হিসাবে ৮২ লক্ষ ৭ হাজার ৭৬২ টাকা দিতে হবে ঋণ গ্রহীতাকে।
৩০ বছর পর সব মিলিয়ে ১ কোটি ৩২ লক্ষ ৭ হাজার ৭৬২ টাকা দেবেন ঋণ গ্রহীতা।
সুদের হার ৮.৫ শতাংশ হলে ইএমআই হবে ৩৮ হাজার ৪৪৬ টাকা।
অন্যদিকে, ৮.৯৫ শতাংশ সুদের হারে এই ঋণ নিলে ইএমআই দিতে হবে ৪০ হাজার ৫১ টাকা।
লোনের সময়কাল যদি ৩০ বছর থেকে কমিয়ে ২৫ বছর করা হয় তাহলে ৮ শতাংশ সুদের হারে ৫০ লক্ষ টাকার মাসিক কিস্তি হবে ৩৮ হাজার ৫৯১ টাকা।