14 JAN 2025

QR কোড 'ফেক' নয় তো? টাকা পাঠানোর আগে চিনবেন কীভাবে

credit: Getty Images

TV9 Bangla

QR কোড স্ক্যান করে সহজেই যে কাউকে টাকা পাঠানো যায়। সবজি কেনা থেকে শুরু করে মাছ, মুদিখানার জিনিস কেনা পর্যন্ত সব ছোট-বড় লেনদেনে QR কোড ব্যবহার করা হয়।

PhonePe, Google Pay এবং Paytm-এর মতো যে কোনও UPI পেমেন্ট অ্যাপের সাহায্যে অনলাইন পেমেন্ট করা যেতে পারে এই QR কোড স্ক্যান করে।

বর্তমানে অনেক ক্ষেত্রে QR কোড হতে পারে ভুয়ো। একবার স্ক্যান করলেই খোয়া যেতে পারে আপনা লাখ লাখ টাকা। অনেক সময়ই QR কোড জাল করার অভিযোগ ওঠে।

জাল QR কোড দেখে তা শনাক্ত করা যায় না। কারণ প্রতিটি QR কোড দেখতে একই রকম হয়। কিন্তু কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করলে জালিয়াতি এড়ানো সম্ভব।

জাল QR কোড এড়াতে উভয়পক্ষকেই সতর্ক থাকতে হবে। যিনি টাকা পাচ্ছেন, তাঁর সাউন্ড বক্স ব্যবহার করা উচিত। তাহলে কেউ ভুয়ো QR কোড ব্যবহার করলে শনাক্ত করা যায়।

যদি আপনি QR কোড স্ক্যান করে পেমেন্ট করেন, তাহলে QR স্ক্যান করার পর, দোকান বা মালিকের নাম যাচাই করে নিতে হবে। দেখতে হবে অ্যাকাউন্টটি কার।

যদি আপনার কাছে QR কোড স্ক্যানারটি সন্দেহজনক মনে হয়, তাহলে Google Lens ব্যবহার করে QR কোডটি স্ক্যান করা উচিত। তাহলেই জানতে পারবেন URLটি কোথায় নির্দেশিত হচ্ছে।

বর্তমানে QR কোড নিয়ে জালিয়াতি অনেক বেড়ে গিয়েছে। অনেক সময় কোনও দোকান বা সংস্থার কর্মীরাই মালিককে ঠকিয়ে টাকা কামিয়ে নিচ্ছেন। তাই উপায় জেনে রাখা জরুরি।