শেয়ার মার্কেটের পাশাপাশি বর্তমানে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরিমাণও বেড়ে চলেছে ক্রমেই।
নতুন বছরেও ভাল মিউচুয়াল ফান্ড খুঁজে তাতে বিনিয়োগ করতে মুখিয়ে রয়েছেন অনেকেই। বাজারে রয়েছে এমন কিছু ফান্ড যেগুলিতে বিনিয়োগ করলে সহজেই ঘরে আসতে পারে বড় লাভ।
তালিকায় উপরের দিকে রয়েছে Uti nifty 50 index fund. এই ইনডেক্স ফান্ডের বেঞ্চমার্ক নিফটি ৫০। এই ফান্ডে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে ভাল লাভের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
ইডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স, ইনফোসিস, আইটিসির মতো স্টকের হোল্ডিং রয়েছে এই ফান্ডে। ম্যনেজার রয়েছেন ২ জন।
তালিকায় আছে ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির Parag Parikh Flexi Cap Fund. এটিতেও বিনিয়োগ করলেই অচিরেই বড় লাভ ঘরে তোলা যেতে পারে বলে মনে করছেন বাজাপ বিশেষজ্ঞরা।
এই ফান্ডের বেঞ্চমার্ক নিফটি ৫০০। তথ্য-প্রযুক্তি, অটোমোবাইল ক্ষেত্রগুলির একাধিক সংস্থা এই ফান্ডের হোল্ডিং তালিকায় রয়েছে।
হাতে রয়েছে এইডিএফসি, বাজাজ, এক্সিস ব্যাঙ্ক, মাইক্রোসফটের মতো সব নামী-দামি সংস্থার শেয়ার।
চর্চা চলছে Nippon India Multicap Fund নিয়েও। চলতি বছরে এই ফান্ডে বিনিয়োগ করে বড় লাভ সহজেই ঘরে তোলা যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
এটি একটি শেয়ার বাজার এবং বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়।