6th January, 2025
৫০০০ টাকার নোট আনছে RBI?
Credit - X
TV9 Bangla
১০০,২০০, ৫০০-র নোটে আর চলছে না। এবার নাকি ৫০০০ টাকার নোট আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট।
আগে দেশে ১০০০ টাকা ও ২০০০ টাকার নোট ছিল। তবে নোটবন্দির পরই ১০০০ টাকার নোট বাতিল করা হয়। এরপরই আনা হয়েছিল ২০০০ টাকার নোট।
তবে ২০০০ টাকার নোটের স্থায়িত্বও বেশিদিন হয়নি। ২০২৩ সালেই কেন্দ্রীয় ব্যাঙ্ক ২০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করে।
সম্প্রতিই শোনা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া নাকি এবার ৫০০০ টাকার নোট আনতে চলেছে।
যদিও রিজার্ভ ব্যাঙ্ক সাফ জানিয়েছে, এই খবরের কোনও সত্যতা নেই। ৫০০০ টাকার নোট আনার কোনও পরিকল্পনা নেই।
বর্তমানে দেশে সর্বোচ্চ মুদ্রা ৫০০ টাকা। তবে এক সময় দেশে সত্য়িই ৫০০০ টাকার নোট ছিল। এমনকী ১০,০০০ টাকার নোটও ছিল।
১৯৭৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের নেতৃত্বাধীন সরকার ১০০০, ৫০০০ ও ১০,০০০ টাকার নোট তুলে নেয়।
তারপর সর্বোচ্চ মুদ্রা ২০০০ টাকা ছিল। কিন্তু ব্যবহারে সমস্যা এবং নকল নোটের কারণে সেই নোট বাতিল করে আরবিআই।
আরও পড়ুন