30 JUN 2025

আমদানি না করলেও চলবে ৭৪ দিন! কোন গোপন গুহায় লুকানো রয়েছে ভারতের প্রয়োজনীয় তেল?

Credit: Getty Images

TV9 Bangla

ভারত একটি তেল আমদানিকারী দেশ। প্রধানত রাশিয়া, কুয়েত, সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরশাহি থেকে তেল আমদানি করে নয়া দিল্লি।

ফলে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার সময়ও ভারতের তেল আমদানিতে তেমন কোনও প্রভাব পড়েনি। হরমুজ প্রণালী বন্ধের হুমকিও টলাতে পারেনি ভারতকে।

কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছিলেন মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার মধ্যেও ভারতে তেলের কোনও ঘাটতি হবে না। কিন্তু কীভাবে ভারত এই পরিস্থিতির মোকাবিলা করার কথা ভেবেছিল?

তথ্য বলছে, যুদ্ধ বা আপতকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের বিভিন্ন জায়গায় কৌশলগত ভাবে তেল মজুত করে ভারত। এই পেট্রোলিয়াম রিজার্ভই দেশের জ্বালানির মেরুদণ্ড।

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, কর্নাটকের ম্যাঙ্গালোর ও তামিলনাড়ুর পাদুর সহ বেশ কয়েক জায়গাঊ ভূগর্ভস্থ গুহায় তেল মজুত করে ভারত।

উল্লেখ্য, বিশাখাপত্তনমের রিজার্ভ বিশ্বের গভীরতম জ্বালানি সংরক্ষণ কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম।

ভারতে বর্তমানে প্রায় ৩৮ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রয়েছে।

বিভিন্ন তেল বিপণন সংস্থার বাণিজ্যিক মজুতের সঙ্গে এই মজুত মিলিয়ে দিলে মোট ৭৪ দিন চলে যাবে ভারতের।