19 JAN 2025

আর চিন্তা নেই, এবার নেট ছাড়াও করা যাবে UPI পেমেন্ট, কী ভাবে জানেন?   

credit:Getty Images

TV9 Bangla

এখন ডিজিটাল ইন্ডিয়ার যুগ। তাই পকেটে করে নগদ অর্থ নিয়ে ঘোরার বদলে ইউপিআই দিয়ে পেমেন্ট সারতেই বেশি স্বাছন্দ্য অনেকেই।

বিশেষ করে জেনেরাশন জি এবং মিলেনিয়ালসদের মধ্যে এই প্রবণতা অনেক বেশি। কিন্তু সমস্যা হয় অন্য জায়গায়। হঠাৎ করেই দেখা যায় পেমেন্ট করতে গিয়ে নেট কাজ করছে না।

ধরুন আপনি দোকানে গিয়ে কিছু খেয়েছেন এবার টাকা দিতে গিয়ে দেখলে আপনার মোবাইলে নেট কাজ করছে না, এদিকে নগদ নেই, তখন আর বিড়াম্বনার শেষ থাকে না।

একটি উপায় জানা থাকলে কিন্তু বাঁচাতে পারেন মান সম্মান। ইন্টারনেট ছাড়াও UPI পেমেন্ট করতে পারেন বা ন্যাশানাল পেমেন্ট কর্পোরেশনের পরিষেবা পেতে পারেন।

কেবল *৯৯# ডায়াল করেই কিন্তু আপনি দোকানে বা যাকে টাকা দিতে চান তাঁকে পেমেন্ট বা টাকা ট্রান্সফার করতে পারবেন।

প্রথমে *৯৯# নম্বরটি ডায়াল করলে আপনার ব্যাঙ্কের নাম এবং অনান্য বিকল্প মোবাইল স্ক্রিনে দেখতে পাবেন। সেখানেই দেখবেন Send Money অপশন রয়েছে।

সেখানে ক্লিক করলে আপনি যাকে টাকা পাঠাতে চান সেই নম্বর ডায়াল করুন। এরপর যাকে টাকা পাঠাচ্ছেন সেই রিসিভারের নাম দেখাবে। কত টাকা পাঠাবেন সেটা লিখুন।

এবার আপনার সংশ্লিষ্ট UPI পিন দিলেই কিন্তু ট্রান্সফার হয়ে যাবে টাকা। এই পদ্ধতিতে ইন্টারনেট না থাকলেও পেমেন্ট করতে পারবেন আপনি।