23 December 2023

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে কিছু সহজ টিপস

credit: Facebook

TV9 Bangla

শেয়ার বাজারের পাশাপাশি বর্তমানে দেশের একটা বড় অংশের মানুষের ঝোঁক বেড়েছে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের।

কিন্তু, কোন ফান্ডে বিনিয়োগ করলেই সহজেই মিলতে পারে ভাল রিটার্ন সে বিষয়ে দিশাহীন অনেকেই। কিন্তু, কয়েকটা সহজ বিষয় মাথায় রাখলেই ঘরে ঢুকতে পারে মোটা টাকা।

বাজারে রয়েছে একাধিক মিউচুয়াল ফান্ডের স্কিম। তালিকায় আছে ইক্যুইটি ফান্ড, ঋণ তহবিল এবং হাইব্রিড ফান্ড।

কিন্তু, আচমকা কোনও ফান্ড বন্ধ হয়ে গেলে তখন আপনার বিনিয়োগ করা টাকার কী হবে জানেন?

বিশেষজ্ঞরা বলছেন, আপনি চাইলে সহজেই আপনার বিনিয়োগ করা টাকা তুলে নিতে পারেন। শুধু সরাসরি যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে।

অনেক সময় দেখা যায় যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি বিনিয়োগ আছে সেটি বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু, বিশেষজ্ঞরা বলছেন তাতে কোনও সমস্যা নেই।

সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম বন্ধ হলেও অন্য কোনও প্ল্যাটফর্মের মাধ্যমে নির্দিষ্ট ফান্ডে বিনিয়োগ চালিয়ে যেতে পারেন।

আবার অনেকসময় একাধিক ফান্ড নিজেদের মধ্যে মার্জ বা একীভূত হয়ে যায়। সে ক্ষেত্রে আপনি আপনার আগের অর্থরাশি দিয়েই নতুন তৈরি ফান্ডে বিনিয়োগ জারি রাখতে পারেন।