120 June, 2025

বছরে ১৮০০ কোটির টার্নওভার! কেন বিক্রি হয়ে গেল সাউথ সিটি? 

TV9 Bangla

Credit -  Pixabay

পুজোর কেনাকাটি হোক বা বন্ধুদের সঙ্গে আড্ডা, অনেকেরই বিকেলের ঠিকানা সাউথ সিটি।

এই সাউথ সিটিই বদলে গেল। মালিকানা বদল হয়ে গেল কলকাতার অন্যতম বড় শপিং মলের।

মার্কিন গ্লোবাল ইনভেস্টমেন্ট প্রাইভেট ইক্যুয়িটি ফার্ম, ব্ল্যাকস্টোন ৩২৫০ কোটি টাকা দিয়ে কিনে নিল সাউথ সিটি। ১৭ জুন অধিগ্রহণ হয়েছে।

গত মার্চ মাসেই শোনা গিয়েছিল, বিক্রি হয়ে যাচ্ছে সাউথ সিটি। মার্কিন এক সংস্থা কিনে নিতে পারে এই শপিং মল।  

এবার সত্যিই মালিকানার হাত বদল হয়ে গেল। মুম্বইয়ের আনারক গ্রুপ এই মালিকানা চুক্তি হস্তান্তরের দায়িত্বে ছিল।

কলকাতার কেনাকাটা,ডাইনিং, অবসর এবং বিনোদনের জন্য একটি সুনির্দিষ্ট গন্তব্য করে তোলাই লক্ষ্য ব্ল্যাকস্টোনের।

২০০৮ সালে চালু হয়েছিল সাউথ সিটি মল।  ১০ লক্ষ স্কোয়ার ফুটের সাউথ সিটি মলে জ়ারা, শপার্স স্টপ, টমি হিলফিগার, আরমানি, লিভাইসের মতো দেশীয় ও আন্তর্জাতিক ব্রান্ড রয়েছে।

সাউথ সিটি মল থেকে বছরে টার্নওভার হয় ১৮০০ কোটি টাকা।  ব্ল্যাকস্টোন কিনে নিলেও, শপিং মল বন্ধ হচ্ছে না। সাউথ সিটির নাম বদল হবে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।