4th January, 2025

LIC-র এই স্কিমে প্রতি মাসে আপনিও পেতে পারেন ১৫ হাজার টাকা

Credit - Getty Images, PTI

TV9 Bangla

LIC-র নানা যোজনা অনেক সুবিধা দেয়। এর জীবন উৎসব যোজনা অবসরের পর যে কোনও ব্যক্তির আরামদায়ক জীবন যাপনের পথ প্রশস্ত করে।

এই স্কিমে যদি কেউ ১৫ বছরের জন্য প্রতি মাসে ১০ হাজার টাকা জমা করেন, তা হলে পলিসির মেয়াদ শেষ হওয়ার পর প্রতি মাসে ১৫ হাজার টাকা পেনশন পাবেন সেই ব্যক্তি।

এলআইসির জীবন উৎসব যোজনা পলিসিতে বিনিয়োগের বয়স ন্যূনতম ৯০ দিন। এবং এই পলিসিতে বিনিয়োগের সর্বাধিক বয়স ৬৫ বছর হতে হবে।

এলআইসির এই জীবন উৎসব যোজনা পলিসির মেয়াদ শেষ হওয়ার আগে পলিসি-ধারীর মৃত্যু হলে পরিবার জমা হওয়া প্রিমিয়ারের ১০৫% বোনাস পায়।

এই স্কিমের মাধ্যমে দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা প্রদানের রাস্তা সুগম হয়। এবং পেনশন আকারে নিয়মিত আয়ের পথ খোলা থাকে।

এলআইসির স্কিমে প্রচুর সাধারণ মানুষ ভরসা করেন। এই স্কিমগুলি সম্পূর্ণ নিরাপদ এবং নির্ভরযোগ্য বলেই বিবেচিত হয়।

কোনও ব্যক্তি এলআইসির জীবন উৎসব যোজনা পলিসি করার মাধ্যমে নিজের অবসর জীবনকে আর্থিকভাবে সুরক্ষিত করতে পারেন।

এলআইসির এই স্কিম সকল ভারতীয় নাগরিকদের জন্য উপলব্ধ। এখানে দেওয়া তথ্য শুধুমাত্র জানানোর জন্য, বিনিয়োগের আগে বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারেন।