15 JUN 2025

বিলাসবহুল গাড়ি এখন অতীত, ২৫ লাখের মধ্যেই পাবেন দারুণ গাড়ি!

Credit: Getty Images

TV9 Bangla

বিলাসবহুল গাড়ি, নাম শুনলেই বোঝা যায় এই ধরণের গাড়ির দাম কত বেশি হতে পারে।

ল্যান্ড রোভার, অডি, মার্সিডিজ, বিএমডব্লিউ, পোর্শা, ভলভো বা রোলস রয়েসের বিলাসবহুল গাড়ির যে কত দাম, তা গাড়ি প্রেমী সব মানুষই জানেন।

সাধারণ মধ্যবিত্ত এই ধরণের গাড়ি কেনার কথা স্বপ্নে কল্পনা করেন। তবে এবার মাত্র ২৫ লাখেই হবে এমন ধরনের গাড়ি কেনার স্বপ্নপূরণ।

মানুষ এমন বিলাসবহুল গাড়ি কেনে তার বিভিন্ন বৈশিষ্ট্য, পার্ফরম্যান্স, রাইড কোয়ালিটি, দ্রুত রেসপন্স ও তাদের ডিজাইনের জন্য।

বর্তমানে ভারতের দুই গাড়ি প্রস্তুতকারক সংস্থা টাটা ও মাহিন্দ্রা এমন কিছু গাড়ি বের করেছে যারা এই সব বৈশিষ্ট্যে বিলাসবহুল গাড়িকে টেক্কা দেবে।

টাটার কার্ভ ইভি ও সদ্য লঞ্চ হওয়া হারিয়ার ইভি এমন কিছু ফিচার অফার করে যা অনেক বিলাসবহুল গাড়িকে মাত করার জন্য যথেষ্ট।

মাহিন্দ্রার XEV 9e ও BE 6 রয়েছে এই তালিকায়। এদের উন্নত প্রযুক্তি টেক্কা দেবে বিভিন্ন বিলাসবহুল গাড়িকেও।

এই ৪টে গাড়িরই দাম শুরু ২৫ লক্ষের কমে। আর তারা টেক্কা দিতে পারে কোটি টাকার গাড়িকেও!