26 JAN 2025

বিয়ের জন্য PF অ্যাকাউন্ট থেকে কত টাকা তোলা যায়?

credit:Meta AI

চলছে বিয়ের মরশুম। সামনেই অনেকের বিয়ে। আর বিয়ে মানেই বিপুল একটা খরচ।

সকলের পক্ষে শুধুমাত্র জমানো অর্থ বা হাতে থাকা টাকা দিয়ে খরচ জোগানো সম্ভব হয় না। তখন অন্য কোথাও থেকে টাকা তুলতেই হয়।

এক্ষেত্রে অনেকেই পিএফের অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন। তবে পিএফ থেকে বিয়ের খরচের জন্য কত টাকা তোলা যায় জানেন

পিএফ থেকে একবারে সর্বাধিক ১ লক্ষ টাকা তোলা যায়। তবে এক্ষেত্রেও নানা শর্ত থাকে।

যেমন বিয়ের জন্য আপনি পিএফ অ্যাকাউন্টে জমা অর্থের সর্বাধিক ৫০ শতাংশই তুলতে পারবেন।

এই টাকা তোলার জন্য আপনাকে কমপক্ষে ৭ বছর চাকরি করতে হবে। তবেই বিয়ের জন্য পিএফ থেকে টাকা তোলা যাবে।

বাড়ি কেনার জন্য আপনি বেতনের ৩৬ গুণ অর্থ একবারে তুলতে পারেন।

চিকিৎসা সংক্রান্ত কারণে বেসিক বেতনের ৬ গুণ পর্যন্ত বেতন তুলতে পারবেন।

যদি এক মাসেরও বেশি সময় আপনি বেকার থাকেন, সেক্ষেত্রে আপনি পিএফ ফান্ডে জমা অর্থের ৭৫ শতাংশ পর্যন্ত তুলতে পারেন।