গুজরাতের ভারনগর স্টেশনে বাবার চায়ের দোকানে কাজ করে অতি কষ্টে দিন গুজরান করেছেন।

4 October 2023

রবারই তাঁর মুখে শোনা গিয়েছে দারিদ্রের ছায়া ঘেরা শৈশবের কথা।

২০১৪ সালের লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে মোদীর মুখে বারবার শোনা গিয়েছিল তাঁর চা বিক্রির কথা।

তবে শুধু মোদী নয়। রাজনৈতিক হিসাবে উঠে আসার আগে, দেশের গুরু দায়িত্ব কাঁধে তোলার আগে বিভিন্ন অদ্ভুত সব পেশায় যুক্ত ছিলেন অনেক দেশেরই রাষ্ট্রপ্রধান।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলেদিমির জেলেনেস্কি জীবনের শুরুতে ছিলেন কমেডিয়ান। কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো ছিলেন বাউন্সার।

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ছিলেন হোটেল-ক্যাসিনো ব্যবসায়ী। বারাক ওবামা আবার ছিলেন আইসক্রিম বিক্রেতা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছিলেন গুপ্তচর সংস্থার এজেন্ট।

আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আবার কেরিয়ারেরর শুরুতে মেইটেনেন্স ওয়ার্কার হিসাবে কাজ শুরু করেছিলেন।

ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বোরিস জনসন আবার ছিলেন সাংবাদিক। তুরস্কের প্রেসিডেন্ট রিশেপ তাইয়েপ এরদোগান আবার কেরিয়ারের শুরুতে লেবুর শরবত বিক্রি করতেন।