প্রত্যেক সপ্তাহে করতে হবে এই কাজ, UPI লেনদেন নিয়ে বড় নির্দেশ দিল NPCI
credit:Getty Images
TV9 Bangla
ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) ব্যবহারে শীঘ্রই আসতে চলেছে বড় পরিবর্তন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ব্যাঙ্ক এবং UPI অ্যাপগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করেছে, যা ১ এপ্রিল, ২০২৫ থেকে কার্যকর হবে।
এই নির্দেশিকা অনুসারে ব্যাঙ্ক এবং UPI পরিষেবা দেওয়া সংস্থাদের প্রতি সপ্তাহে UPI মোবাইল নম্বরের তথ্য আপডেট করতে হবে। ভুল লেনদেন সম্পর্কিত সমস্যা রোধ করতে এই নতুন নির্দেশিকা।
এছাড়াও, UPI আইডি প্রদানের আগে ব্যবহারকারীদের কাছ থেকে স্পষ্ট অনুমতি নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।
NPCI-এর নতুন নির্দেশিকার লক্ষ্য UPI লেনদেনকে আরও নিরাপদ করে তোলা।
মোবাইল নম্বর পরিবর্তন করা বা নতুন গ্রাহকদের নতুন আইডি সংক্রান্ত ভুল তথ্য প্রায়শই ভুল UPI লেনদেনের ঝুঁকি বাড়ায়। এই বিষয়টি মাথায় রেখে, NPCI ব্যাঙ্ক, UPI অ্যাপ এবং থার্ড পার্টি পরিষেবা প্রদানকারীদের জন্য এই নিয়ম বাহদ্যতামূলক করেছে।
১ এপ্রিল, ২০২৫ থেকে, সমস্ত পরিষেবা প্রদানকারীকে মাসে একবার NPCI-তে একটি প্রতিবেদন পাঠাতে হবে যে তারা UPI আইডি সঠিকভাবে পরিচালনা করছে কিনা।
ভারতের টেলিযোগাযোগ বিভাগের নিয়ম অনুসারে, যদি কোনও মোবাইল নম্বর ৯০ দিনের জন্য ব্যবহার না করা হয়, তবে এটি নতুন গ্রাহককে বরাদ্দ করা যেতে পারে।
একে বলা হয় মোবাইল রিসাইক্লিং। যখন কোনও নতুন ব্যবহারকারীকে একটি পুরানো নম্বর দেওয়া হয়, তখন UPI অ্যাকাউন্ট এবং এর সঙ্গে সম্পর্কিত লেনদেনে বিভ্রান্তি দেখা দিতে পারে।
সেই সব বিষয়ে অনলাইন লেনদেন আরও সুরক্ষিত করে তুলতেই NPCI-এর এই নতুন নিয়ম।