ফুলেরায় ২০ হাজার টাকা বেতন সচিবজির, বাস্তবে কত টাকা পান?
TV9 Bangla
Credit - Instagram
মুক্তি পেয়েছে পঞ্চায়েতের চতুর্থ সিজন। বাকি তিনটি সিজনের মতো এই সিজনও সুপারহিট।
পঞ্চায়েত সিরিজের মুখ হলেন সচিবজি অভিষেক ত্রিপাঠী। সচিবজির আসল নাম হল জিতেন্দ্র কুমার। ঘরে ঘরে এখন পরিচিত মুখ তিনি।
পঞ্চায়েতে দেখানো হয়েছে, সচিবজি মাত্র ২০ হাজার টাকা বেতন পান। বাস্তবে অভিষেক ত্রিপাঠী কত টাকা আয় করে জানেন?
পঞ্চায়েতের প্রতিটি সিজনের জন্য জিতেন্দ্র কুমার আনুমানিক ৭ লক্ষ টাকা পারিশ্রমিক পান। প্রতি এপিসোড পিছু ৭০ হাজার টাকা আয় করেন।
এছাড়া প্রতিটি পোস্ট পিছু ৩ থেকে ৪ লক্ষ টাকা পান পঞ্চায়েতের সচিবজি।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জিতেন্দ্র কুমারের মোট আয় ৭ থেকে ৮ কোটি টাকা।
পঞ্চায়েত সিরিজে সবথেকে বেশি পারিশ্রমিক পান জিতেন্দ্র কুমারই। নীনা গুপ্তা, যিনি পঞ্চায়েত প্রধান মঞ্জু দেবীর চরিত্রে অভিনয় করেছেন, তিনি প্রতি এপিসোড পিছু ৫০ হাজার টাকা পান।
প্রধানজির চরিত্রে অভিনয় করেন রঘুবীর যাদব। তিনি এপিসোড পিছু ৪০ হাজার টাকা পান।
প্রহ্লাদ চা ও বিকাশের চরিত্রের অভিনেতা ফয়সাল মালিক ও চন্দন রায় এপিসোড পিছু ২০ হাজার টাকা আয় করেন।