মোদীর 'হামসকল'ও বেচেন! ঠিকানা সেই গুজরাট, চিনে নিন নকল নমোকে

66 October 2023

ফুচকা বিক্রি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি। ধন্দে আমজনতা। এ-ও কী সম্ভব? প্রধানমন্ত্রীর মতোই পোশাক। চুলের ছাট, চশমা-সবই হুবহু মিলে যাচ্ছে।  

অনেক সময়ই হলিউড-বলিউডের তারকাদের মতো দেখতে লোকজনের হদিস পাওয়া যায়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো দেখতে কাউকে দেখেছেন?  গুজরাটেই দেখা মিলেছে প্রধানমন্ত্রীর মতো দেখতে একজনের।   

ছবি দেখে অবিশ্বাস্য মনে হলেও, ইনি আসল প্রধানমন্ত্রী নন। তাঁকে কেবল প্রধানমন্ত্রী মোদীর মতো দেখতে। ওই ফুচকা বিক্রেতার নাম অনীল ভাই ঠক্কর। গুজরাটের আনন্দে রয়েছে তাঁর দোকান 'তুলসী পানিপুরী'।  

সোশ্যাল মিডিয়ায় এক ফুড ভ্লগার এই ফুচকা বিক্রেতার ভিডিয়ো পোস্ট করতেই, তা হু হু করে ভাইরাল হতে শুরু করে। ওই ফুচকা বিক্রেতা জানান,  দোকানে আসা গ্রাহকরা তাঁকে দেখে অবাক হয়ে যান।  

অনেকেই নিজের চোখকে বিশ্বাস করতে পারেন না। অনেকে আবার বলেন, প্রধানমন্ত্রীর বায়োপিক হলে মোদীর চরিত্রটা তাঁর জন্য পাকা থাকবে।

অনীল ভাই বলেন, "প্রধানমন্ত্রী মোদী চা বিক্রেতা ছিলেন, আমি ফুচকা বিক্রেতা। খুব একটা পার্থক্য নেই আমাদের মধ্যে। অনেকে বলেন, আমি ফুচকা বিক্রেতা না হয়ে যদি চা বিক্রেতা হতাম, তাহলে ওনার মতো হতে পারতাম।"

তিনি জানান, ১৯৫১ সালে তাঁর বাবা এই দোকান খুলেছিলেন। মাত্র ১৫ বছর বয়স থেকে তিনি দোকান সামলাচ্ছেন। সেই সময় ফুচকার দাম ছিল ২৫ পয়সা।

মেনুতে বিশেষ আধিক্য রাখেননি তিনি। পানিপুরি, ভেল, দই পুরি, সেভ পুরি ও বাস্কেট চাট। তবে খাবার পরিবেশনে পরিচ্ছন্নতা বজায় রাখার দিকে বিশেষ নজর দেন তিনি।