05 JUN 2025

৮.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে এই সব ব্যাঙ্ক, টাকা রাখলে সুদেই বসে খাবেন!

credit: Getty Images

TV9 Bangla

সাধারণ ব্যাঙ্কের তুলনায় একাধিক স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক বর্তমানে ফিক্সড ডিপোজিটে বেশ ভাল পরিমাণে সুদ দিচ্ছে। এর মধ্যে এইউ, ইক্যুইটাস, উজ্জিবন ও উৎকর্ষের মতো স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক রয়েছে।

সিনিয়র সিটিজেনরা ১৮ মাসের ফিক্সড ডিপোজিট করলে এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৮.২৫ শতাংশ হারে তাতে সুদ দিচ্ছে। এই ব্যাঙ্কে ১২ হাজার টাকার ফিক্সড ডিপোজিট করলে ১৮ মাসে তা থেকে ১৩ হাজার ৫৬৫ টাকা পাওয়া যাবে।

বয়স্ক নাগরিকদের একই রকম সুবিধা দিচ্ছে ইক্যুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। ৮৮৮ দিনের ফিক্সড ডিপোজিটে ৮.৫৫ শতাংশ হারে সুদ দিচ্ছে তারা।

১২ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করলে ইক্যুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৮৮৮ দিন পর ১৪ লক্ষ ৭৪ হাজার ২৩৭ টাকা ফেরত দেবে। ১৪ লক্ষের ক্ষেত্রে ম্যাচিওরিটি অ্যামাউন্ট হবে ১৭ লক্ষ ২০ হাজার টাকার আশেপাশে।

১৮ মাস মেয়াদের ফিক্সড ডিপোজিটে সিনিয়র সিটিজেনদের ৮.৫৫ শতাংশ হারে সুদ দেয় উজ্জিবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। ১২ লক্ষ টাকার ডিপোজিট ম্যাচিওরিটির সময় ১৩ লক্ষ ৬২ হাজার টাকা পাওয়া যাবে।

সিনিয়র সিটিজেনদের ২ থেকে ৩ বছর সময়কালে ৮.৭৫ শতাংশ সুদ দেয় উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। ১২ লক্ষ টাকা জমা করলে তা ২ বছরের মধ্যে ১৪ লক্ষ ২৬ হাজার টাকার আশেপাশে পরিণত হবে।

১২ লক্ষ টাকার ৩ বছরের ফিক্সড ডিপোজিটে ম্যাচিওরিটির সময় ১৫ লক্ষ ৫৫ হাজার টাকার বেশি পাওয়া যায়। আর ১৪ লক্ষের ফিক্সড ডিপোজিটে ম্যাচিওরিটির সময় ১৮ লক্ষ ১৫ হাজার টাকার বেশি মেলে।

স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য ব্যাঙ্কের মতো একই ধরণের ৫ লক্ষ টাকার বিমা প্রদান করে। ফলে, সাধারণ ব্যাঙ্কের সঙ্গে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের টার্মিনোলজি ও কিছু কাজের ক্ষেত্রে ছাড়া আর কোনও পার্থক্য নেই।