16 JUN 2025

জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে টানা বাড়ছে এই সব শেয়ারের দাম! আপনার আছে নাকি?

Credit: Getty Images

TV9 Bangla

জুনের দ্বিতীয় সপ্তাহে খুব একটা ভাল জায়গায় ছিল না ভারতের শেয়ার বাজার। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আর অর্থনৈতিক টালমাটাল অবস্থার কারণে ভারতের দুই বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০ ও সেনসেক্স খুব ভাল পারফর্ম করেছে এমন বলা যায় না। কিন্তু এর মধ্যেও দারুণ রিটার্ন দিয়েছে বেশ কিছু কোম্পানি।

গত ১ মাসে ২২.১৬ শতাংশ রিটার্ন দিয়েছে মণপ্পুরম ফাইন্যান্স। ৯ জুন থেকে ১৬ জুনের মধ্যে এই রিটার্ন ৫.৮৬ শতাংশ।

অয়েল ইন্ডিয়া লিমিটেড ১১.০৪ শতাংশ রিটার্ন দিয়েছে ৯ থেকে ১৬ জুনের মধ্যে। শেষ ১ মাসে এই সংস্থা রিটার্ন দিয়েছে প্রায় ১৩.০৮ শতাংশ।

মার্চের পর থেকে ক্রমশই বেড়েছে এফডিসি লিমিটেডের শেয়ারের দাম। ১ মাসে প্রায় ১২ শতাংশ রিটার্ন দিয়েছে এই সংস্থার শেয়ার। আর ৯ থেকে ১৬ জুনের মধ্যে দিয়েছে ১২.৮১ শতাংশ রিটার্ন।

১ মাসে ১.৮.১৮ শতাংশ রিটার্ন দিয়েছে অনুপম রসায়ন ইন্ডিয়া। ৯ জুন থেকে ১৬ জুনের মধ্যে ৬.২ শতাংশ রিটার্ন দিয়েছে এই সংস্থা।

১ মাসে প্রায় ৫ শতাংশ রিটার্ন দিয়েছে টেক মাহিন্দ্রা। যদিও ৯ থেকে ১৬ জুনের মধ্যে তাদের রিটার্ন ৭.৪ শতাংশ।

গ্লেনমার্ক ফার্মা গত ১ মাসে বেড়েছে ১৬ শতাংশের বেশি। আর ৯ জুন থেকে ১৬ জুনের মধ্যে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে প্রায় ৫.২ শতাংশ।

ওএনজিসি ৯ জুন থেকে ১৬ জুনের মধ্যে মারাত্মক রিটার্ন দিয়েছে। ৪.৮২ শতাংশ রিড়ার্ন দিয়েছে সংস্থা। আর গত ১ মাসে রিটার্ন এসেছে প্রায় ৩ শতাংশ।

গত ১ মাসে ২.৬ শতাংশ রিটার্ন দিয়েছে উইপ্রো। আর ৯ থেকে ১৬ জুনের মধ্যে সেই রিটার্নের অঙ্কটা দাঁড়িয়েছে ৩.৮৩ শতাংশে।

আর এক আইটি সংস্থা এলটিআই মাইন্ডট্রির শেয়ারের দাম গত ১ মাসে বেড়েছে ৮ শতাংশের বেশি। আর ৯ থেকে ১৬ জুনের মধ্যে এই বৃদ্ধির অঙ্কটা ৩.৬৫ শতাংশ।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না। বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।