অভিনয়  থেকে রাজনীতি। যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী। সায়নী ঘোষের মোট সম্পত্তি  কত?

4 October 2023

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে জানা যাচ্ছে, সায়নী ঘোষের ২০১৯-২০ অর্থবর্ষে মোট আয় ছিল ৪ লক্ষ ৯২ হাজার ৫৬৮ টাকা।

২০১৮-১৯ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৪ লক্ষ ৬৮ হাজার ১৩৩ টাকা। ২০২১ সালের হিসাব বলছে, সায়নীর হাতে রয়েছে মাত্র ৩২ হাজার ৭৭৫ নগদ টাকা।

সায়নীর যে কটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেগুলিতে সম্মিলিতভাবে রয়েছে ১০ লক্ষ ৩৩ হাজার ৮২৫ টাকা। বিমা রয়েছে ৮ লক্ষ ৫২ হাজার ৩৭৬ টাকার।

রয়েছে প্রায় ৭ লক্ষ টাকার একটি চারচাকা গাড়ি। হাতে রয়েছে ২৩ হাজার ১১২ টাকার সোনা। রয়েছে ফ্ল্যাট। তাঁর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৩৪ লক্ষ টাকা।

অভিনেত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯৫ লক্ষ ১৯ হাজার ৪৫৭ টাকা। ঋণের বোঝা রয়েছে ৮৩ লক্ষ ৮২ হাজার ৭৫১ টাকা।

যাদবপুরের হীরেন্দ্র লীলা পত্রনবীশ স্কুল থেকে ২০১১ সালে টুয়েলভ পাশ করেন সায়নী। তারপর আর পড়াশোনা করেননি।

একুশের নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়েছিলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে। কিন্তু, হার মানতে হয় অগ্নিমিত্রা পালের কাছে।