২ লাখ বিনিয়োগ করে আয় দেড় কোটি টাকা! স্টকে বিনিয়োগকারীদের কাছে লক্ষ্মী এই শেয়ার
insomnia 3

25 MAR 2025

২ লাখ বিনিয়োগ করে আয় দেড় কোটি টাকা! স্টকে বিনিয়োগকারীদের কাছে লক্ষ্মী এই শেয়ার

credit:PTI

image

TV9 Bangla

ব্যাঙ্কের সুদের হার প্রায় কমে এসেছে। তাই দ্রুত বেশি অর্থ উপার্জন করতে বাড়ছে বিনিইয়োগের ঝোঁক। বিশেষ করে নবীন প্রজন্মের মধ্যে কমেছে শেয়ার বাজার এবং বিনিয়োগ নিয়ে ট্যাবুও। এমনকি বাঙালিদের মধ্যেও বেড়েছে বিনিয়োগের হার।

ব্যাঙ্কের সুদের হার প্রায় কমে এসেছে। তাই দ্রুত বেশি অর্থ উপার্জন করতে বাড়ছে বিনিইয়োগের ঝোঁক। বিশেষ করে নবীন প্রজন্মের মধ্যে কমেছে শেয়ার বাজার এবং বিনিয়োগ নিয়ে ট্যাবুও। এমনকি বাঙালিদের মধ্যেও বেড়েছে বিনিয়োগের হার।

আপনিও যদি বিনিয়োগ করতে আগ্রহী হন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। রইল শেষ কয়েকদিনে ভাল রিটার্ন দেওয়া বেশ কিছু স্টকের হদিস।

আপনিও যদি বিনিয়োগ করতে আগ্রহী হন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। রইল শেষ কয়েকদিনে ভাল রিটার্ন দেওয়া বেশ কিছু স্টকের হদিস।

গত বেশ কয়েকদিনে কোঠারি ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে হু হু করে। বেড়েছে লেনদেনের দাম। মাত্র ২ লক্ষ টাকা বিনিয়োগ করে ১ কোটি ৬২ লক্ষ টাকার লাভ করেছেন বিনিয়োগকারীরা।

গত বেশ কয়েকদিনে কোঠারি ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে হু হু করে। বেড়েছে লেনদেনের দাম। মাত্র ২ লক্ষ টাকা বিনিয়োগ করে ১ কোটি ৬২ লক্ষ টাকার লাভ করেছেন বিনিয়োগকারীরা।

১৭ তারিখেই এই স্টক ২ শতাংশ বেড়ে আপার সার্কিট হিট করেছিল। শেয়ারের দাম পৌঁছে যায় ১৬২.৪০ টাকায়। অর্থাৎ রিটার্নের পরিমাণ বেশ ভালোই।

মাত্র তিন মাসে বিনিয়োগকারীদের প্রায় দ্বিগুণ রিটার্ন দিয়েছে  এই স্টক। গত বছর অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর মাসে৪ ২০ তারিখে যেখানে স্টকটির দাম ছিল ৮০ টাকা সেখানে মাত্র ৩ মাস পরেই তার দাম পৌছোয় ১৬২.৪০ টাকায়।

অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যেই ১০০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে কোঠারি ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন। গত ৬ মাসের তুলনা করলে দেখা যাবে রিটার্নের অঙ্কটা প্রায় ৬০০ শতাংশ।

৬ মাস আগে স্টকটির দাম ছিল মাত্র ২৩ টাকা। অর্থাৎ সেই সময় কেউ ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে আজ সেই সম্পত্তি ৬০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এক বছর আগে এই স্টকটির দাম ছিল মাত্র ২ টাকা। অর্থাৎ কেউ যদি ২ লক্ষ টাকা খরচ করে ১ বছর আগে ১ লক্ষ শেয়ার কিনে রাখে তাহলে আজ তার সম্পত্তির পরিমাণ ১ কোটি ৬২ লক্ষ টাকা। (মনে রাখবেন শেয়ারে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। TV9 বাংলা বিনিয়োগের কোনও পরামর্শ দেয় না।)