5th January, 2025
৩ দিনে ২০০০ কোটি, কেবল কন্ডোম বেচেই ধন কুবের এই সংস্থা
Credit - Getty Images
TV9 Bangla
ম্যানকাইন্ড ফার্মার সঙ্গে আলাদা করে পরিচয় করানোর তেমন কিছু নেই। এটি ভারতের অন্যতম বড় ফার্মা কোম্পানি।
ম্যানকাইন্ড ফার্মা শুধু ওষুধই তৈরি করে না। এই কোম্পানিটি কন্ডোমও তৈরি করে। এই কোম্পানির কন্ডোমের নাম ম্যানফোর্স।
নতুন বছরের ৩ জানুয়ারি অবধি এই কোম্পানির শেয়ার ১.৩৩ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার ২৯৩৮.২৫ টাকায় দাঁড়িয়েছে।
টানা তিন দিন ধরে ম্যানকাইন্ড ফার্মার শেয়ারের দাম বেড়েছে। নতুন বছরের শুরুর তিন দিনে কোম্পানির শেয়ারের দর ৫০ টাকা বা ১.৭৬ শতাংশ বেড়েছে।
ম্যানকাইন্ড ফার্মার শেয়ার বৃদ্ধির কারণে এই কোম্পানিটির মার্কেট ক্যাপ নতুন বছরের প্রথম ৩ দিনে ২,০৯৫.৮৪ কোটি টাকা বেড়েছে।
২০২৫ সালের তিন দিন বেশি লাভের ফলে ম্যানকাইন্ড ফার্মার মার্কেট ক্যাপ বেড়ে দাঁড়িয়েছে ১,২১,২২২,৪৭ কোটি টাকা।
দীর্ঘ ১২ বছর ধরে ম্যানকাইন্ড সংস্থা ওষুধ প্রস্তুত করত। এরপর ম্যানফোর্স কন্ডোমের হাত ধরে ২০০৭ সালে ম্যানকাইন্ড ফার্মার ভাগ্য বদলে যায়।
ফোর্বসের তথ্য মতে, ম্যানকাইন্ড কোম্পানির মালিক রমেশ জুনেজার সম্পত্তির পরিমাণ ৩ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা ২৫,১৩৭ কোটি টাকার কাছাকাছি।
আরও পড়ুন