27 MAR 2025

ইনভার্টার নাকি নন-ইনভার্টার, কোন এসি কেনা লাভজনক? জানে না ৯০ শতাংশই

credit:Getty Images

TV9 Bangla

পশ্চিমী ঝঞ্জার প্রভাবে দু'দিনের জন্য স্বস্তি মিললেও বেশ ভালো গরম পড়ে গিয়েছে। অনেকেই হয়তো ভাবছেন চৈত্র মাসেই যদিএই অবস্থা হয় তাহলে ক'দিন পরে কী হবে?

সেই কারণে এই বছর এসি কিনবেন বলে মনস্থির করেছেন? তবে এসি কিনব বললেই তো শুধু হল না। সব কিছু ঠিক করে দেখে না নিলে পড়ে সমস্যায় পড়তে হয়। বেড়ে যায় বিদ্যুতের অপচয়।

মাসের শেষে তখন মোটা অঙ্কের বিল আসাটা কিছু অস্বাভাবিক নয়। তাই এসি কেনার আগে কিছু জিনিস মাথায় রাখাটা গুরুত্বপূর্ণ। ইনভার্টার-নন ইনভার্টার, সব ধরনের এসি পাওয়া যায়। আপনার জন্য কোনটা ভাল?

ইনভার্টার এসিগুলির মধ্যে পরিবর্তনশীল গতির কম্প্রেসার থাকে। যা ঘরের তাপমাত্রা অনুসারে গতি সামঞ্জস্য বজায় রাখে।

ঘরের তাপমাত্রা এসিতে আপনার সেট করে দেওয়া তাপমাত্রায় পৌঁছলে তা ঠান্ডা করা বন্ধ করে দেয়। কেবল তাপমাত্রা বজায় রাখার জন্য এসি চলতে থাকে।

ইনভার্টার এসির সবচেয়ে বড় সুবিধা হল এই এসি বিদ্যুতের খরচ কমায়। যদিও এই এসির দাম নন ইনভার্টার এসির তুলনায় বেশি। তবে পরে গিয়ে বিদ্যুতের সাশ্রয় হয়।

একটি নন-ইনভার্টার এসিতে একটি নির্দিষ্ট গতির কম্প্রেসার থাকে। যা পূর্ণ গতিতে চলে কিন্তু নির্ধারিত তাপমাত্রায় পৌঁছনোর পর বন্ধ হয়ে যায়। ঘরের তাপমাত্রা বেড়ে গেলে আবার ফ্যান ঘোড়া শুরু হয়।

তবে নন-ইনভার্টার এসির সুবিধা হল এটির প্রাথমিক দাম কম। এসি কেনার বাজেট যদি কম হয় তাহলে নন-ইনভার্টার এসির উপরে ভরসা রাখতে পারেন।