28 December 2023

এশিয়ার ১০ ধনী দেশ, ভারতের কি আদৌ জায়গা আছে?

Credit -  Twitter

চিন এশিয়ার বৃহত্তম অর্থনীতি। আমেরিকার সঙ্গেও টেক্কা চলে চিনাদের। চিনের জিপিডি ১৯ কোটি ৩৭ লক্ষ ৩৫ হাজার ৮৬০ লক্ষ ডলার।

চিনের পর এশিয়ায় অর্থনীতি বৃদ্ধির নিরিখে রয়েছে জাপান। টেকনোলজিতেও জাপানের পণ্যের কদর গোটা বিশ্বে। ৪ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮০ লক্ষ ডলার।

আর্থিক বৃদ্ধির নিরিখে এশিয়ার তৃতীয় স্থানে আমাদের দেশ ভারতবর্ষ। ভারত বিশ্বের অন্যতম বড় শক্তি হয়ে উঠছে। ভারতের জিডিপি ৩ কোটি ৭৩ লক্ষ ৬৮ হাজার ৮২০ লক্ষ ডলার।

দক্ষিণ কোরিয়াও অর্থনৈতিক ভাবে যথেষ্ট শক্তিশালী। পূর্ব এশিয়ার এই দেশের জিডিপি ১ কোটি ৭২ লক্ষ ১৯ হাজার ৯০ লক্ষ ডলার।

আর্থিক বৃদ্ধির নিরিখে এশিয়ার দেশগুলির মধ্যে পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার জিডিপি ১ কোটি ৩৯ লক্ষ ১৭ হাজার ৭৮০ লক্ষ ডলার।

খনিজ তেলের খনি সমৃদ্ধ সৌদি আরব এশিয়ার ষষ্ঠ অর্থনৈতিক শক্তিশালী দেশ। এর জিডিপি ১ কোটি ৬ লক্ষ ১৯ হাজার ২০ লক্ষ ডলার।

অর্থনীতির বৃদ্ধির নিরিখে প্রথম সারিতে রয়েছে তুরস্কও। এর জিডিপি ১ কোটি ২ লক্ষ ৯৩ হাজার ৩০ লক্ষ ডলার।

চিনের দক্ষিণ-পূর্ব অবস্থিত ছোট্ট দ্বীপরাষ্ট্র তাইওয়ান।  এই দ্বীপরাষ্ট্রের জিডিপি  ৭৯ লক্ষ ৭ হাজার ২৮০ লক্ষ ডলার।

Insert

আর্থিক বৃদ্ধির নিরিখে এশিয়ার দেশগুলির মধ্যে নবম স্থানে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের জিডিপি ৬৪ লক্ষ ৪০ হাজার ৪০ লক্ষ ডলার।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড রয়েছে এই তালিকার দশম স্থানে। এই দেশের অন্যতম রোজগারের উৎস পর্যটন। জিডিপি ৫৭ লক্ষ ৪২ হাজার ৩১০ লক্ষ ডলার।