দেশের ১০ ধনকুবের, অম্বানী-আদানিকে তো জানেন, বাকিদের চেনেন!
Credit - Twitter
দেশের ধনী ব্যক্তিদের নিয়ে তুলনা এলেই প্রথমেই উঠে আসে আদানি-অম্বানীর নাম। কিন্তু প্রথম দশ কাদের দেখলে, দেখুন।
দেশের ধনীতম ব্যক্তির নাম সকলেরই জানা। তিনি রিলায়েন্স ইন্ড্রাট্রিজের কর্নাধার মুকেশ অম্বানী। বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় ১৫ তম স্থানে আছেন তিনি। মোট সম্পত্তির পরিমান ৯ হাজার ৪৩০ কোটি ডলার।
আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি দেশের দ্বিতীয় ধনীতম ব্যক্তি। তার মোট সম্পত্তির পরিমান ৭ হাজার ২২০ কোটি ডলার।
দেশের ধনীদের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন শিব নাদার। এইচসিএল টেকনোলজির প্রধান তিনি। । তাঁর মোট সম্পত্তির পরিমান ২ হাজার ৯১০ কোটি ডলার।
সাবিত্রী জিন্দাল অ্যান্ড ফ্যামিলি ধনীদের তালিকার চতুর্থ স্থানে রয়েছেন। জেএসডব্লিউ গ্রুপের মালিক এই পরিবারেরমোট সম্পত্তি ২ হাজার ৫৩০ কোটি ডলার। সাবিত্রী জিন্দাল দেশের ধনীতম মহিলা।
সাইরাস পুনাওয়ালা দেশের পঞ্চম ধনী ব্যক্তি। সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া দেশে কোভিড টিকা উৎপাদনে গুরুত্ব ভূমিকা নিয়েছিল। সাইরাসের মোট সম্পত্তি ২ হাজার ১২০ ডলারের।
ওষুধ প্রস্তুতকারক সংস্থা সান ফার্মাসিটিক্যালসের কর্তা দিলীপ সাঙ্ঘভি দেশের ষষ্ঠ ধনী ব্যক্তি। তাঁর মোট সম্পত্তির পরিমান ১ হাজার ৯৫০ কোটি ডলার।
দেশের ধনীদের তালিকার সপ্তম স্থানে কুমার বিড়লা। আদিত্য বিড়লা গ্রুপের প্রধানের মোট সম্পত্তির পরিমান ১ হাজার ৮৭০ কোটি ডলার।
রাধাকৃষ্ণাণ দামানি রয়েছে দেশের ধনী ব্যক্তিদের তালিকার অষ্টম স্থানে। তাঁর মোট সম্পত্তির পরিমান ১ হাজার ৮০০ কোটি টাকা। ডি মার্ট, অ্যাভিনিউ সুপারমার্টের মতো সংস্থার মালিক তিনি।
লক্ষ্মী মিত্তল রয়েছেন দেশের ধনীতের তালিকার নবম স্থানে। আর্সেলর মিত্তলের চেয়ারম্যান ও সিইও দেশের অন্যতম বৃহৎ ইস্পাত উৎপাদক সংস্থা। তাঁর মোট সম্পত্তির পরিমান ১ হাজার ৬৫০ কোটি ডলার।
ধনীদের তালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছেন কুশল পাল সিং। ১ হাজার ৫১০ কোটি ডলারের সম্পত্তি রয়েছে তাঁর। দেশের বৃহত্তম রিয়েল এস্টেট সংস্থার দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে।