10th February,  2025

বিকিনি-কন্ডোমের লাগামছাড়া বিক্রি, প্রেমদিবসের আগে বিক্রেতাদের মাথায় হাত!

TV9 Bangla

Credit - Canva 

চলছে ভ্যালেন্টাইন্স উইক। প্রেমদিবস অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে আসতে আর মাত্র কয়েকটি দিন বাকি। এই সময় নানা জিনিসের দাম খুব বেড়ে যায়।

ভ্যালেন্টাইন্স উইকে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে গোলাপ ফুল দেয়, নানা উপহার দেয়, চকোলেট দেয়। এই সময় বাজারে ফুলের চাহিদা ও দাম দুটোই বেড়ে যায়।

গত কয়েকবছরে ভ্যালেন্টাইন্স উইকে অনলাইনে জিনিস কেনাকাটায় বেশ পরিবর্তন এসেছে। ভ্যালেন্টাইন্স ডে-র আগে অনলাইনে অন্তর্বাসের চাহিদা বাড়ে।

অনলাইন শপিং অ্যাপগুলিতে অন্তর্বাস, বিকিনি ও নাইটওয়্যারের চাহিদা বাড়ে। কারণ অনেকেই তাঁদের সঙ্গীকে এইসব উপহার দেন।

ভ্যালেন্টাইন্স উইক উপলক্ষ্যে একাধিক অনলাইন শপিং অ্যাপে এই সকল জিনিসে ছাড়ও দেওয়া হয়। যার ফলে এগুলো বিক্রিও বেশি হয়।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে ২০২০ সালে ভ্যালেন্টাইন্স ডে-তে স্ন্যাপডিলে দ্বিগুণ অন্তর্বাস বিক্রি হয়েছিল। সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল বিকিনি।

এ ছাড়া রিপোর্ট অনুযায়ী, ভ্যালেন্টাইন্স ডে-তে অনলাইনে সবচেয়ে বেশি বিক্রি হয় কন্ডোম। সঙ্গীর মন জয় করার জন্য কেউ অর্ডার করেন অন্তর্বাস, কেউ আবার কন্ডোম।

অন্তর্বাস ও কন্ডোম ছাড়া ভ্যালেন্টাইন্স উইকে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে জামা, জুতো, ঘড়ি, গয়না, নানা জিনিস অনলাইন থেকে কিনে উপহার হিসেবে দিয়ে থাকেন।