আলু থেকে সত্যি সোনা উৎপাদন করবে যোগী সরকার? বাজেটে দিল বড় চমক
insomnia 3

22 FEB 2025

আলু থেকে সত্যি সোনা উৎপাদন করবে যোগী সরকার? বাজেটে দিল বড় চমক

credit:Getty Images, PTI, Meta AI

image

TV9 Bangla

উত্তরপ্রদেশের রাজ্য বাজেট পেশ করেছে যোগী আদিত্যনাথ সরকার। সেই বাজেট পেশের পর থেকেই চর্চায় যোগী সরকার! তবে কি সত্যি আলুকে 'সোনা' বানাতে চাইছে সরকার?

উত্তরপ্রদেশের রাজ্য বাজেট পেশ করেছে যোগী আদিত্যনাথ সরকার। সেই বাজেট পেশের পর থেকেই চর্চায় যোগী সরকার! তবে কি সত্যি আলুকে 'সোনা' বানাতে চাইছে সরকার?

এর আগে আলুকে থেকে সোনা উৎপাদন করার মেশিন তৈরি করার কথা বলে বিপুল সমালোচনার মিখে পড়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যদিও তাঁর দাবি তিনি আলু ব্যবসার প্রচারের কথা বলতে চেয়েছিলেন।

এর আগে আলুকে থেকে সোনা উৎপাদন করার মেশিন তৈরি করার কথা বলে বিপুল সমালোচনার মিখে পড়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যদিও তাঁর দাবি তিনি আলু ব্যবসার প্রচারের কথা বলতে চেয়েছিলেন।

উত্তর প্রদেশ সরকার ২০২৫ সালে তাঁদের বাজেটে ৪ টি নতুন এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তাব পেশ করা হয়েছে। যার একটি সেই সব অঞ্চলের মধ্যে দিয়ে যাবে, যেখান দিয়ে আলু রফতানি সবচেয়ে বেশি হয়।

উত্তর প্রদেশ সরকার ২০২৫ সালে তাঁদের বাজেটে ৪ টি নতুন এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তাব পেশ করা হয়েছে। যার একটি সেই সব অঞ্চলের মধ্যে দিয়ে যাবে, যেখান দিয়ে আলু রফতানি সবচেয়ে বেশি হয়।

সরকারের পরিকল্পা অনুসারে, গঙ্গা এক্সপ্রেসওয়েকে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত করা হবে। তৈরি হবে নতুন গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে। যার জন্য ব্যয় হবে ৯০০ কোটি টাকা।

উত্তর প্রদেশের শক্তিশালী আলু বলয়ের মধ্যে রয়েছে আগ্রা, কনৌজ, ফারুখাবাদ এবং মৈনপুরী। নতুন এই এক্সপ্রেসওয়ে আগ্রা থেকে ফারুখাবাদ হয়েই যাবে।

অতি দ্রুত গতি সম্পন্ন এক্সপ্রেসওয়ে নির্মাণে সচেষ্ট সরকার। যা আলু শিল্পকে আরও সমৃদ্ধ করবে বলেই আশা বিশেষজ্ঞদের। উচ্চ গতি বজায় রাখতে এক্সপ্রেসওয়েতে প্রবেশ নিয়ন্ত্রিত হবে।

প্রসঙ্গত, উত্তর প্রদেশ দেশের বৃহত্তম আলু উৎপাদনকারী রাজ্যগুলির মধ্যে অন্যতম। পরিসংখ্যান অনুসারে, গোটা দেশের প্রায় ৩০% আলু উৎপাদন হয় এই আলু বলয়ে।

রাজ্যে আলুর উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। ছোট থেকে বড় সব ধরনের সংস্থার এখানে বিনিয়োগ বাড়ছে। তথ্য বলছে ২০২৩ সালেও উত্তর প্রদেশে প্রায় ২৫০ লক্ষ টন আলু উৎপাদিত হয়েছিল।