এখনও ভারতের স্টক এক্সচেঞ্জে থাকা ৩টি স্টকের মালিক বিজয় মালিয়া! তাঁর মোট সম্পত্তি কত?
credit:TV9
TV9 Bangla
সম্প্রতি আইপিএলে জয় লাভের পরেই ইউটিউবার রাজ শামানিকে একটি সাক্ষাৎকার দেন আরসিবির প্রাক্তন মালিক বিজয় মালিয়া। চার ঘন্টা দীর্ঘ এই পডকাস্টে কিংফিশারের প্রাক্তন মালিক এমন অনেক বিষয়ে কথা বলেছেন যা তিনি আগে কখনও বলেননি।
ভারত সরকারের আর্থিক অপরাধের অভিযোগের পর মালিয়া ব্রিটেনে পালিয়ে যান। নিজের সম্পত্তির হারিয়েছেন অনেক কিছুই। কিন্তু তারপরেও নিজের বিলাসবহুল জীবনযাত্রায় কোনও খেদ পড়েনি তাঁর।
কিন্তু এত টাকা আসছে কোথা থেকে? বর্তমানে কত টাকার মালিক তিনি। ওই পডকাস্টে জানা যায় ভারতে না থাকলেও বিএসই এবং এনএসইতে তিনটি মদের স্টকের মালিক তিনি। যার মূল্য ৯ জুন, ২০২৫ পর্যন্ত ছিল ৪,৪০০ কোটি টাকারও বেশি।
ট্রেন্ডলাইনের তথ্য অনুসারে, ৩১শে মার্চ, ২০২৫ তারিখে দাখিল করা কর্পোরেট শেয়ারহোল্ডিং অনুসারে, বিজয় মালিয়ার সঙ্গে মিলিত ব্যক্তিদের কাছে ৪,৪৬৬.৭ কোটি টাকার বেশি মূল্যের ৩টি শেয়ার রয়েছে।
বিজয় মালিয়ার সবচেয়ে বড় শেয়ার রয়েছে ইউনাইটেড ব্রিউয়ারিজ লিমিটেডে। একটি অ্যালকোহল এবং পানীয় কোম্পানি। তার শেয়ারের পরিমাণ ২,১৩৫৩,৬২০ ইক্যুইটি শেয়ার বা ৮.০৮%। যার মূল্য প্রায় ৪,৪৫৬.৭ কোটি টাকা।
বর্তমানে এই স্টকটির প্রতিটির দাম ২০৮৭ টাকা। যার মার্কেট ক্যাপ ৫৫,১৮১.৩৫ কোটি টাকা। ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্য ছিল ২,২৯৯.৪০ টাকা, যেখানে এর ইকুইটির উপর রিটার্ন ১০.০৬% স্থিতিশীল।
ইউনাইটেড স্পিরিটস, ইউনাইটেড ব্রিউয়ারিজ হোল্ডিংসের একটি অংশ, যার মালিক ডাচ কোম্পানি হাইনেকেন এনভি। তবে, ৩১ মার্চ, ২০২৫ তারিখে, মালিয়া ইউনাইটেড স্পিরিটসে ৬২,৫৫০টি ইক্যুইটি শেয়ার বা ০.০১ শতাংশের মালিক। যার মূল্য প্রায় ১০ কোটি টাকা।
বর্তমানে এই স্টকটি এক্সচেঞ্জে স্থগিত করা হয়েছে। বিএসই-এর সর্বশেষ শেয়ারহোল্ডিং তথ্য অনুসারে, ৩১শে মার্চ, ২০২৫ তারিখে মালিয়া মাত্র ২টি ইক্যুইটির মালিক ছিলেন। ট্রেন্ডলাইনের তথ্য অনুসারে, এই শেয়ারের মূল্য প্রায় ১৩৮ কোটি টাকা।