১৩th July, 2025

নতুন আধার কার্ড বানাবেন? কী কী নথি লাগবে জেনে রাখুন

TV9 Bangla 

Credit -  Getty Image

আধার কার্ড ছাড়া জীবন অচল। অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি এটি।

জন্ম থেকে মৃত্যু, সব কাজেই আধার কার্ড লাগে। বর্তমানে আধার কার্ড পরিচয় পত্র কিনা তা নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে।

তবে আধার কার্ড তৈরি করতে কী কী নথি ও তথ্য লাগে জানেন?  অনেকেরই এই তথ্য অজানা।

একমাত্র ভারতীয় নাগরিকরাই আধার কার্ড তৈরি করতে পারেন। আধার কার্ড তৈরির জন্য পরিচয়পত্র, ঠিকানা, জন্মতারিখের প্রমাণ লাগে।

পরিচয়পত্র হিসাবে ভোটার কার্ড বা প্যান কার্ড কিংবা সরকার প্রদত্ত কোনও আইডি লাগবে।

ঠিকানার প্রমাণ হিসাবে পাসপোর্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট, বিদ্যুতের বিল বা এই ধরনের কোনও নথি দরকার।

জন্মতারিখের প্রমাণ হিসাবে জন্ম শংসাপত্র, মাধ্যমিক বা উচ্চ-মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, পাসপোর্ট বা প্যান কার্ড লাগবে।

UIDAI-র নির্ধারিত আধার সেবা কেন্দ্র থেকে আধার কার্ড তৈরি করা যায়।