6 FEB 2025

আয়কর না দিয়ে কেউ মারা গেলে কী হয়? কার ঘাড়ে গিয়ে পড়ে সেই বোঝা?  

credit:Getty Images

TV9 Bangla

আয় করলে আয়কর দিতে হবে এটাই স্বাভাবিক। যত বেশি আয় সেই অনুসারে নির্ধারিত হয় কতটা আয়কর দিতে হবে আপনাকে। অবশ্য এই বারে বাজেটে সেই করের উপর বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে।

আয়কর দিতে না হলেও প্রতি বছর নিয়ম করে ফাইল করতে হয় আয়কর রিটার্ন।  যদি আপনি আয়করের আওতায় না পরেন তাহলে টাকা ফেরত পেয়ে যাবেন।

আওকরের আওতায় পড়লে, আয়ের অনুপাতে কর দিতে হবে। কিন্তু ধরুন কোনও বছর আয়কর দেওয়ার আগে কোনও ব্যাক্তির মৃত্যু হয় তখন?

কোনও ব্যাক্তি মারা গেলে তার আয়করের বোঝা কাকে বহন করতে হয় জানেন? কী বলছে আয়কর আইন?

আয়কর অনুসারে কোনও ব্যাক্তি যদি আইটিআর দাখিল করার আগেই মারা যান তাহলে আয়কর বিভাগ একটি নোটিস পাঠায়। যার জবাব দিতে হয় ওই ব্যাক্তির বৈধ উত্তরাধিকারীকে।

সেই ওই ব্যাক্তিকেই মৃত ব্যাক্তির বাকি থাকা আয়কর বা আইটিআর দাখিল করতে হবে। তবে তারও কিছু নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে।

প্রথমে নিজের বৈধ উত্তরাধিকারীর আইনি প্রমাণ জোগার করতে হবে। এরপরে, উত্তরাধিকারীকে আয়কর বিভাগের ওয়েবসাইটে গিয়ে নিজেকে মৃত ব্যাক্তির উত্তরাধিকারী হিসাবে নিবন্ধন করাতে হবে।

এরপরে আইটিআর ফাইল করতে হবে। আইটিআর ফাইল করা হয়ে গেলে আয়কর বিভাগ ওই ব্যাক্তির অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। এটাই নিয়ম।