08 JUN 2025
মোবাইলের বাংলা কী? জানলেও মনে পড়বে না, নিশ্চিত...
credit: Getty Images
TV9 Bangla
মোবাইল আমরা সকলেই ব্যবহার করি। বর্তমানে মোবাইল ছাড়া আমাদের কোনও কাজই হয় না।
যন্ত্রটিকে আমরা সাধারণ ভাষায় মোবাইল বলি। কিন্তু মোবাইল তো আসলে একটি ইংরেজি শব্দ।
কিন্তু ইংরেজি 'Mobile' শব্দের অর্থ কী?
আসলে মোবাইল শব্দের অর্থল চলমান কিছু। যে কারণে পুলিশের গাড়িকে অনেক সময় মোবাইল ভ্যান বলা হয়।
কিন্তু 'মোবাইল ফোন'-এর বাংলা হল চলভাষ। অর্থাৎ যে যন্ত্রের মাধ্যমে চলমান অবস্থায় কথা আসে।
সাধারণ ল্যান্ডফোনকে বাংলায় দূরভাষ বলা হয়। অর্থাৎ, দূর থেকে যে যন্ত্রের মাধ্যমে কথা আসে।
আবার অনেকে একে মুঠোফোনও বলে। অর্থাৎ, যে ফোনকে মুঠোর মধ্যে ধরা যায়।
সে চলভাষই হোক বা মুঠোফোন, আমরা অভ্যেস বশত তাকে মোবাইল ফোনই বলে থাকি।
আরও পড়ুন