23 JAN 2025

১০০০ টাকার মদ বিক্রি হলে সরকারের কত লাভ হয় জানেন?  

credit:Getty Images

TV9 Bangla

যে কোনো রাজ্যের কোষাগারেই অ্যালকোহল বা মদ বিক্রি করে একটা মোটা টাকা রাজস্ব লাভ হয়। এই সব টাকা স্বাস্থ্য, শিক্ষা বা রাজ্যের অনানু উন্নয়ন মূলক প্রকল্পগুলি সম্পূর্ণ করতে সাহায্য করে।

তবে সরকার কিন্তু কেবল মোটা টাকা রাজস্ব আদায়ের জন্য মোটেই অ্যালকোহলের উপরে কর চাপায় না। বরং ক্ষতিকারক অ্যালকোহলের সেবন কমাতেও মোটা টাকার কর নেওয়া হয়।

সেই কারণেই অনান্য বস্তুর উপরে সরকার যে হারে কর নেয়, তার থেকে মদের উপর চাপানো করের হার অনেক বেশি।

প্রশ্ন হল মদের উপরে কী হারে কর চাপায় সরকার? যদি ১০০০ টাকা মূল্যের একটি মদের বোতল বিক্রি হয় তাহলে তা থেকে সরকারের কত আয় হয়?

১০০০ টাকা মদের বোতলের উপর প্রায় ৩৫ থেকে ৫০ শতাংশ কর থাকে। অর্থাৎ প্রায় ৩৫০-৫০০ টাকা আয় হয় সরকারের।

যে সব বিয়ারে অ্যালকোহলের পরিমাণ হল, ৫-৬.৫ শতাংশ, সেই সব বিয়ারে ধার্য ট্যাক্স হল ১৬ টাকা।

৫ শতাংশ কম অ্যালকোহল যুক্ত বিয়ারে প্রতি লিটারে ১০ শতাংশ ট্যাক্স ধার্য করা হয়।

তবে মনে রাখবেন ভারতে প্রতি রাজ্যে মদের দাম আলাদা। এর কারণ রাজ্য সরকারের ট্যাক্স নেওয়ার হার। রাজ্য সরকার যে পরিমাণ কর চাপায়, সেই অনুসারে মদের দাম নির্ভর করে।