1st February , 2025
বাজেটে মধ্যবিত্তের লক্ষ্মীলাভ, সস্তা হল কোন কোন জিনিস?
Credit - PTI
TV9 Bangla
২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ হল। এই নিয়ে টানা অষ্টম বার বাজেট পেশ করার নজির গড়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন হাসি ফুটিয়েছেন মধ্যবিত্তদের মুখে। তাঁদের স্বস্তি দিতে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় দিয়েছেন।
এই বাজেট ঘিরে মধ্যবিত্তদের বড় প্রত্যাশা ছিল। বাজেট ঘোষণার পর বেশ কিছু জিনিসের দাম কমেছে। তালিকায় কী কী রয়েছে?
ক্যান্সার-সহ বিরল রোগের ৩৬টি জীবনদায়ী ওষুধে পুরোপুরি কর মকুবের প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। যার ফলে এ বার দাম কমতে চলেছে ক্যান্সারের ওষুধের।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন, তাতে জানিয়েছেন দাম কমবে মোবাইল, এলইডি টিভি, ইলেকট্রিক কার, ইভি ব্যাটারির।
২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে দেশে তৈরি কাপড়ের দাম এ বার থেকে কমবে। একইসঙ্গে নতুন বাজেট অনুযায়ী চামড়ার জিনিসের দামও কমছে।
নতুন বাজেট অনুযায়ী বরফজাত মাছের দাম এ বার কমবে। অর্থাৎ এ বার থেকে সামুদ্রিক মাছ সহ একাধিক সি-ফুডের দামও কমবে।
এ বারের বাজেটে ক্যান্সার চিকিৎসা ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি মেডিক্যাল সরঞ্জাম এবং সার্জিক্যাল সরঞ্জামের দাম কমছে।
আরও পড়ুন