মহারাষ্ট্রের কাছে বাচ্চা বাংলা সহ বাকি সব রাজ্য, কারণ জানলে চমকে উঠবেন
credit: Getty Images
TV9 Bangla
২৮ রাজ্য ৮ কেন্দ্র শাসিত অঞ্চল নিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ ভারতবর্ষ। কিন্তু এই রাজ্যগুলির মধ্যে সব থেকে বেশি ধনী কোন রাজ্য জানেন? সম্প্রতি সেই তথ্য প্রকাশ্যে এনেছে প্রাইম মিনিস্টার ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিল।
প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত তথ্য অনুসারে ভারতের রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি সম্পত্তি রয়েছে মহারাষ্ট্রের। মারাঠা ভূমের জিএসডিপি ৩১ ট্রিলিয়ন।
তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যের গ্রস স্টেট ডমেস্টিক প্রোডাক্ট ২০ ট্রিলিয়ন টাকা।
ধনীতম রাজ্যের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট। গুজরাটের জিডিএসপি প্রায় ২০ ট্রিলিয়ন।
রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশ। কৃষির দিক থেকে এই রাজ্য প্রথম সারি থেকে থাকে। এই রাজ্যের জিডিএসপি ১৯.৭ ট্রিলিয়ন।
ভারতের সিলিকন ভ্যালি ব্যাঙ্গালুরু অবস্থিত এই রাজ্যেই। কর্ণাটকের গ্রস স্টেট ডমেস্টিক প্রোডাক্ট প্রায় ১৯.৬ ট্রিলিয়ন।
সম্পত্তির দিক থেকে কিন্তু পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ। ধনীত্ম রাজ্যের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে বাংলা। পশ্চিমবঙ্গের জিএসডিপি ১৩ ট্রিলিয়নের বেশি।
দক্ষিণের রাজ্য অন্ধপ্রদেশ এই তালিকায় সপ্তম স্থানে রয়েছে। অন্ধ প্রদেশের গ্রস স্টেট ডমেস্টিক প্রোডাক্ট প্রায় ১১.৩ ট্রিলিয়ন।