ধসের বাজারেও উত্থান রেলের এই স্টকের

13 September 2023

বিগত কয়েকদিন ধরেই লাগাতার ধস দেখা গিয়েছে শেয়ার বাজারে। একাধিক নামজাদা স্টকের দামও দ্রুত পড়তে দেখা গিয়েছে।

কিন্তু, ধসের বাজারেও যেন জয়ের ধারা অব্য়াহত রেখেছে Indian Railway Finance Corporation -এর শেয়ার। রোজই তৈরি করছে নয়া রেকর্ড।

পরিসংখ্যান বলছেন মাত্র ৭ দিনেই ৬৯ শতাংশ বেড়ে গিয়েছে এই সংস্থার শেয়ারের দাম। যার জেরে কোম্পানির মার্কেট ক্যাপিটাল ১ লক্ষ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালে শেয়ার বাজারে পা রাখে Indian Railway Finance Corporation. বাজারে নাম লেখানোর পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই সংস্থার শেয়ারকে।

২০২১ সালের জানুয়ারি মাসে যেখানে এই সংস্থার একটি স্টকের দাম ছিল ২৩ টাকার আশেপাশে, সেই দাম এখন ঘোরাফেরা করছে ৮০টাকার কাছে। তাতেই বড় লাভের মুখ দেখছেন বিনিয়োগকারীরা।

তবে সবথেকে বেশি উত্থান দেখা গিয়েছে ২০২৩ সালের শুরু থেকে। চলতি বছরের মার্চেও এই সংস্থার একটি স্টকের দাম ছিল ২৭টাকা।

২০২৩ সালের জুলাই মাসে Indian Railway Finance Corporation -এর একটি শেয়ারের দাম হয় ৩২.৭০ টাকা। ১১ সেপ্টেম্বর সেই দাম চলে যায় ৮৫ টাকার ঘরে।

সূত্রের খবর, বর্তমানে সংস্থাটির সংস্থাটির মার্কেট ক্যাপ ১১০৭৫৫ কোটি টাকারও বেশি। কিন্তু, রকেট গতিতে স্টকের দামে উত্থান নিয়ে বর্তমানে নানা মহলে চলছে জোর চর্চা।

এর কারণ হিসাবে অনেকেই কেন্দ্রের রেল বাজেট বৃদ্ধির কথা বলছেন। ২০২৩-২৪ অর্থবর্ষে সরকারের তরফে ২.৪০ লক্ষ কোটি ব্যয়ের ঘোষণা করা হয়েছে।