10 JAN 2025
দেশের প্রথম রাজধানী এক্সপ্রেস কোথা থেকে ছেড়েছিল?
credit: Meta AI
TV9 Bangla
বিশ্বের অন্যতম বড় রেল নেটওয়ার্ক ভারতীয় রেলওয়ে। সাধারণ মানুষের জন্য হাজার হাজার ট্রেন রয়েছে।
আর ভারতীয় রেলের প্রিমিয়াম ট্রেন বলতেই সবার প্রথমে মাথায় আসে রাজধানী এক্সপ্রেসের নাম।
১৯৬৯ সালে প্রথম যাত্রা শুরু করেছিল রাজধানী এক্সপ্রেস। তবে কেন রাজধানী এক্সপ্রেস চালু করা হয়েছিল জানেন?
রাজধানী এক্সপ্রেসের নামের মধ্যেই লুকিয়ে রয়েছে ট্রেনের উদ্দেশ্য।
রাজধানী দিল্লির সঙ্গে বিভিন্ন রাজ্যের রাজধানীকে যুক্ত করাই ছিল এই ট্রেনের উদ্দেশ্য।
সেই সময়ে যাবতীয় ব্যবসা-বাণিজ্য রাজধানী শহরগুলির মধ্যে দিয়েই হত। সেখানে পৌঁছনো সহজ করতেই এই ট্রেন।
দেশের প্রথম রাজধানী এক্সপ্রেস ছিল নয়া দিল্লি-হাওড়া রুটের। যা এখনও বর্তমান।
বর্তমানে ২০টিরও বেশি রাজধানী এক্সপ্রেস রয়েছে বিভিন্ন রুটে।